সারাংশঃ কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা..............কিছুই আবশ্যকতা নেই।


কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা..............কিছুই আবশ্যকতা নেই।

কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি তোমার থাকে তাহলে তাদের সব বই ধ্বংস কর এবং সকল পন্ডিতকে হত্যা কর, তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে। লেখক, সাহিত্যিক ও পন্ডিতেরাই জাতির আত্মা। এই আত্মাকে যারা অবহেলা করে , তারা বাঁচে না। দেশকে বা জাতিকে উন্নত করতে চেষ্ঠা করলে, সাহিত্যের সাহায্যেই তা করতে হবে। । মানব মঙ্গলের জন্য যত অনুষ্ঠান আছে , তার মধ্যে এটাই প্রধান ও সম্পূর্ণ । জাতির ভেতরে সাহিত্যের ধারা সৃষ্টি কর আর কিছুই আবশ্যকতা নেই।

সারাংশঃ কোনো সভ্য জাতির উন্নয়নের প্রধান মাপকাঠি হলো তাদের সাহিত্য অনুশীলন ও বুুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন । বুদ্ধিজীবীরাই জাতির প্রাণ। তাই জাতির কল্যাণের জন্য উন্নত সাহিত্যের ধারা সৃষ্ঠি করতে হবে।

সারাংশঃ জাতিকে শক্তিশালী , শ্রেষ্ঠ, ধনসম্পদ..................বিরাট দেহে শক্তি জেগে উঠে।
Previus
Transformation: Assertive to Exclamatory
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম