সারাংশঃ জাতিকে শক্তিশালী , শ্রেষ্ঠ, ধনসম্পদ..................বিরাট দেহে শক্তি জেগে উঠে।


জাতিকে শক্তিশালী , শ্রেষ্ঠ, ধনসম্পদ..................বিরাট দেহে শক্তি জেগে উঠে।

জাতিকে শক্তিশালী , শ্রেষ্ঠ, ধনসম্পদ, উন্নত ও সুখী করতে হলে শিক্ষা ও জ্ঞান বর্ষার বারিধারার মত সর্বসাধারণের মধ্যে সমভাবে বিতরণ করতে হবে। দেশে সরল ও সহজ ভাষায় নানা প্রকারের পুস্তক প্রচারকল্পে এ কার্যসিদ্ধ হয়্।শক্তিশালী দৃষ্টিসম্পন্ন মহাপুরুষের লেখনির প্রভাবে একটি জাতির মানসিক ও পার্থিক অবস্থান পরিবর্তন, তার ভুল ও কুসংস্কার , অন্ধতা ও জড়তা , হীনতা ও সংকীর্ণতা পরিহার করে একটি বিনয় মহিমোজ্জ্বল উচ্চ জীবনের ধারণা করতে শেখে। মনুষ্যত্ব ও ন্যায়ের প্রতিষ্ঠা করাই সে ধর্ম মনে করে আত্মমর্যাদাসম্পন্ন হয় এবং গভীর দৃষ্টিলাভ করে । তারপর বিরাট জাতির বিরাট বিরাট দেহে শক্তি জেগে উঠে।

সারাংশঃ একটি জাতিকে সার্বিকভাবে সুখী ও সমৃদ্ধ করে তুলতে হলে সর্বস্তরের জনগণের মাঝে শিক্ষার প্রসার ঘটাতে হবে। এর জন্য প্রয়োজন সহজ সরল ভাষায় বিজ্ঞ ও দূরদৃষ্টি সম্পন্ন লেখকদের মাধ্যমে পুস্তক প্রণয়ন । তাহলেই একটি জাতি কুসংস্কার মুক্ত হয়ে আলোকোজ্জ্বল হয়ে উঠবে।

সারাংশঃ ক্রোধ মানুষের পরম শত্রু......................কৃতকার্য হয় না।
Previus
সারাংশঃ কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা..............কিছুই আবশ্যকতা নেই।
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম