সারাংশঃ ক্রোধ মানুষের পরম শত্রু......................কৃতকার্য হয় না।


  ক্রোধ মানুষের পরম শত্রু......................কৃতকার্য হয় না।

ক্রোধ মানুষের পরম শত্রু । ক্রোধ মানুষের মনুষ্যত্ব নাশ করে। যে লোমহর্ষক কান্ডগুলি পৃথিবীকে নরকে পরিণত করিয়াছে, তাহার মূলে ও রহিয়াছে ক্রোধ । ক্রোধ যে মানুষকে পশুভাবাপন্ন করে, তাহা একবার ক্রুদ্ধ ব্যক্তির মুখের প্রতি দৃষ্টিপাত করিলেই স্পষ্ট প্রতীয়মান হয়। যে ব্যক্তির মুখখানা সর্বদা হাসিমাখঅ, উদারতা পরিপূর্ণ, দেখিলেই তোমার মনে আনন্দ ধরে না, একবার ক্রোধের সময় আর নাই নরকাগ্নিতে বিকট রুপ ধারণ করিয়াছে । সমস্ত মুখ কি এক কালিমার ঢাকিয়া গিয়াছে। তখন তাহাকে আলিঙ্গন করা দূরে থাকুক, তাহার নিকটে যাইতে ও ইচ্ছা হয় না। সুন্দরকে মুহূর্তের মধ্যে কুৎসিত করিতে অন্য কোন রিপু ক্রোধের ন্যায় কৃতকার্য হয় না।

সারাংশঃ  ক্রোধ মানুষের সর্বাপেক্ষা বড় রিপু। এটা মানুষদের মনুষ্যত্ব হরণ করে তার হাসিমাখা রমণীয় ও কমনীয় মুখখানিকে নরকের কালিমায় ঢেকে দেয়। মুহূর্তের মধ্যে সুন্দর মুখখানা ধারণ করে এক বিকট রুপ। তখন সে যে কোনো লোমহর্ষক কান্ড ঘটাতে ও দ্বিধাবোধ করে না ।

সারাংশঃ কিসের মর্যাদা হয় ? দামি কাপড়..................তোমার অবজ্ঞায় বলব -যাও।
Previus
সারাংশঃ জাতিকে শক্তিশালী , শ্রেষ্ঠ, ধনসম্পদ..................বিরাট দেহে শক্তি জেগে উঠে।
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম