সারাংশঃ মানুষের জীবনকে একটি দোতলা ............... আস্বাদন করা যায়।
মানুষের জীবনকে একটি দোতলা ...............আস্বাদন করা যায়।
মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসওা সেই ঘরের নিচের তলা, আর মানবসওা বা মনুষ্যত্ব উপরের তলা। জীবসওার ঘর থেকে মানবসওার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসওার ঘরে ও সে কাজ করে; ক্ষুৎপিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা তার অন্যতম কাজ। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্বলোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে,আর প্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক। সে শেখায় কী করে জীবনকে উপভোগ করতে হয়, কী করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়।
সারাংশঃ অন্য সব প্রাণীরা মতো জৈবিক বৈশিষ্ট্যের অধিকারী হলে ও মানুষের শ্রেষ্ঠত্বের মূলে রয়েছে তার মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব অর্জনে প্রধান ভূমিকা তার শিক্ষা । শিক্ষাই তার অন্তরকে আলোকিত করে, আর তার মধ্যে জীবনরস সঞ্চার করে। প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষ জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারে।
Previus
Next
Share This Post