সারাংশঃ মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ো না................... সম্ভব নয়।


মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ো না...................সম্ভব নয়।

মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ো না। স্বভাবে যে সুন্দর নয়, দেখতে সুন্দর হলে ও তার স্বভাব, তার স্পর্শ , তার রীতিনীতিকে মানুষ ঘৃণা করে। দুঃস্বভাবের মানুষ মানুষের হৃদয়ের জ্বালা ও বেদনা দেয়। তার সুন্দর মুখে মানুষ তৃপ্তি পায় না। অবোধ লোকেরা মানুষের রুপ দেখে মুগ্ধ হয় এবং তার ফল ভোগ করে। যার স্বভাগ মন্দ, সে নিজে ও দুস্ক্রিয়াশীল, মিথ্যাবাদী, দুর্মতিকে ঘৃণা করে। মানুষ নিজে স্বভাবে সুন্দর না হলে ও স¦াভাবের সৌন্দর্যের ভালাবাসে। স্বভাব গঠনে কঠিন পরিশ্রম ও সাধনা চাই ; নইলে শয়তানকে পরাজিত করা সম্ভব নয়।

সারাংশঃ  মানুষের সৌন্দর্য অপেক্ষা তার সুন্দর স্বভাবের গুরুত্ব অনেক বেশী । খারাপ স্বভাবের লোক দেখতে সুন্দর হলে ও কেউ তাকে পছন্দ করে না। কঠোর পরিশ্রমে মানুষ সুন্দর স্বভাবের অধিকারী হতে পারে। সুন্দর স্বভাব গঠনের সাধনা উপাসনার মতো মর্যাদাপূর্ণ ।

সারাংশঃ বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ ..................বিধেয় নহে।
Previus
সারাংশঃ মানুষের জীবনকে একটি দোতলা ............... আস্বাদন করা যায়।
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম