‘নদী বাঁচাও, দেশ বাঁচাও’ জনসচেতনতা বৃদ্ধিকল্পে সংবাদপত্রে পত্র 


‘নদী বাঁচাও, দেশ বাঁচাও’ জনসচেতনতা বৃদ্ধিকল্পে সংবাদপত্রে পত্র

বরাবর সম্পাদক ‘দৈনিক ইত্তেফাক’, ঢাকা। বিষয়ঃ সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত স্বনামধণ্য ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় নিম্নলিখিত পত্রটি চিঠিপত্র কলামে জনস্বার্থে প্রকাশের ব্যবস্থ্য নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সহায়তা করলে কৃতজ্ঞ থাকব। নিবেদক গাজী শরীফ

‘ নদী বাঁচাও ,দেশ বাঁচাও’

বাংলাদেশ নদীমাতৃক দেশ। এর উপর দিয়ে প্রবহিত হয়েছে অসংখ্য নদনদী। দেশজুড়ে জালের মতো বিস্তৃত এ নদীগুলোর সম্পর্ক আমাদের প্রাণের সাথে জড়িয়ে আছে। এখানকার অধিবাসীদের প্রাণশক্তির বিকাশে, তাদের শিল্প- সাহিত্য - সংস্কৃতির বিকাশ ও বিস্তারে নদীর রয়েছে অনেক ভুমিকা। কিন্তু পদ্মা ও মেঘনার মতো আন্তর্জাতিক নদীসহ দেশের প্রায় সব নদীই আজ ভয়াবহ নাব্যতা সংকটে পড়েছে। ভাটিতে অবস্থানের কারণে সীমান্ত দিয়ে বয়ে আসা নদীর উপর বাংলাদেশের নিয়ন্ত্রণ না থাকায় বর্ষা মৌসুমে প্রায়ই প্রবল বন্যা এবং শুষ্ক মৌসুমে প্রচন্ড খরা দেখা দিচ্ছে। একদিকে নদীবাহিত পলি, অপরদিকে উৎসমুখে পর্যায়ক্রমে বাঁধ নির্মাণ, জনবসতি ও বাণিজ্যিক কারণে নদী ভরাট এবং শিল্পকারখানার দূষিত বর্জ্যরে কাণে হালকা নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। এ ছাড়া দখলদারিত্বের কালো থাবায় নদীগুলো হয়ে পড়েছে সঙ্কুচিত । এ সমস্ত কারণে নদীগুলো যেমন বিপন্ন হতে চলেছে, তেমনি নদীমাতৃক বাংলাদেশের ‘নদীমাতৃক’ পরিচয়টিও হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তা ছাড়া এ অবস্থা যদি ক্রমাগত ভাবে চলতে থাকে, তাহলে বাংলাদেশের জলবায়ুতে আসবে পরিবর্তন এবং পরিবেশ হারাবে ভারসাম্য। তাই নদী গুলোর এ বিপন্নাবস্থায় শঙ্কিত গোটা দেশ, দেশের মানুষ। কারণ নদী বাচঁলে দেশ বাঁচবে। এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ গ্রহণ করলেও তা সম্পূর্ণরুপে বাস্তবায়ন করা হয়নি। এমতাবস্থায় দেশের স্বার্থে নদীগুলো বাঁচাতে জনসচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নিবেদক গাজী শরীফ ঢাকা।

মশার উপদ্রব নিবারণের জন্য সংবাদপত্রে পত্র 
Previus
বিশুদ্ধ পানীয় জলের অভাব জানিয়ে সংবাদপত্রে পত্র 
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম