‘বৃক্ষরোপণ কর্মসূচি’ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে পত্র


‘বৃক্ষরোপণ কর্মসূচি’ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে পত্র

বরাবর সম্পাদক দৈনিক সমকাল, ঢাকা। বিষয়ঃ সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত স্বনামধণ্য ‘দৈনিক সমকাল’ পত্রিকায় নিম্নলিখিত পত্রটি চিঠিপত্র কলামে প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি। নিবেদক গাজী শরীফ

বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করুন

মানুষের জীবনে বৃক্ষের প্রয়োজন খুব বেশি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বৃক্ষের উপর নির্ভরশীল । বনভূমি পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুদায়িত্ব পালন করে থাকে। দেশের অর্থনৈতিক উন্নয়নেও বনভূমির গুরুত্ব কম নয়। ফল এবং কাঠ পরিবারের আয়ের উৎস। গৃহনির্মাণ, আসবাবপত্র তৈরি ইত্যাদি কাজে কাঠের ব্যবহার রয়েছে। অথচ প্রয়োজনের তুলনায় আমাদের দেশে বনভূমি খুবই নগণ্য। এ স্বল্প বনভূমিও আবার মানুষ প্রয়েঅজনে-অপ্রয়োজনে কেটে সাবাড় করে ফেলছে। ফলে বনজঙ্গল হচ্ছে উজাড়। প্রকৃতিতে দেখা দিয়েছে বিরুপ প্রতিক্রিয়া। অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে বৃক্ষরোপণ ও তা রক্ষণাবেক্ষণের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রতি বছর দেশের সর্বত্র বৃক্ষরোপণ সপ্তাহ পালনের মাধ্যমে জনগণকে বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুলতে হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য যাথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নিবেদক গাজী শরীফ রামগঞ্জ, লক্ষ্মীপুর।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিবরণ দিয়ে সংবাদপত্রে পত্র 
Previus
দুর্নীতি রোধ প্রসঙ্গে সংবাদপত্রে প্রকাশ্যে জন্য  পত্র 
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম