দুর্নীতি রোধ প্রসঙ্গে সংবাদপত্রে প্রকাশ্যে জন্য পত্র
দুর্নীতি রোধ প্রসঙ্গে সংবাদপত্রে প্রকাশ্যে জন্য পত্র
বরাবর সম্পাদক দৈনিক প্রথম আলো, ঢাকা-১২১৫। বিষয়ঃ সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত স্বনামধণ্য ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকায় নিম্ন লিখিত পত্রটি চিঠিপত্র কলামে জনস্বার্থে প্রকাশের ব্যবস্থ্য নিতে অনুরোধ করছি। নিবেদক গাজী শরীফআসুন দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই
বর্তমানে বাংলাদেশের সর্বনাশা সামাজিক ব্যাধি দুর্নীতি । রাষ্ট্রীয় প্রশাসন থেকে শুরু করে দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, শিল্প, ব্যবসা-বানিজ্যসহ জীবনযাত্রার প্রায় সকল ক্ষেত্রে এক মহাবিপর্যকর পরিস্থিতির উদ্ভব ঘটিয়েছে দুর্নীতি। দুর্নীতির ফলে দেশের প্রশাসনিক দক্ষতা হ্রাস পেয়েছে। জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশে দুর্নীতি বিস্তারে বিরাজমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বিশেষভাবে দায়ী। সদাজাগ্রত দেশপ্রেম ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজে দুর্নীতি গড়ে উঠতে পারে। কিন্তু বাংলাদেশে দুর্নীতি প্রসারের অন্যতম প্রধান কারণ হলো এ দেশের জনগণের মাঝে নীতি , নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়। বর্তমান সমাজে দুর্নীতির অবস্থান এতটাই শক্তিশালী যে, দেশের সাধারণ মানুষ দুর্নীতির কাছে অসহায় হয়ে একে তাদের ভাগ্য বলে মেনে নিয়েছে। এমতাবস্থায় দুর্নীতি প্রতিরোধ করা রাষ্ট্রের পবিত্র ও সাংবিধানিক দায়িত্ব। আর এজন্য প্রয়োজন বলিষ্ঠ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ, কঠোরভাবে আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক জনমত গঠন। এ জন্য সকলের মধ্যে সামাজিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধকে জাগ্রত করতে হবে। এজন্য পারিবারিক পর্যায় থেকে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত নৈতিক শিক্ষার প্রতি সর্বাধিক গুরুত্ব নিতে হবে। জাতীয় উন্নয়নের মাধ্যমে বিশ্বের বুকে একটি সমৃদ্ধশালী ও মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য আমাদেরকে দুর্নীতি নামক এই সর্বনাশা ও সর্বগ্রাসী সামাজিক ব্যাধির মূল্যেৎপাটনে সর্বশক্তি নিয়োগ করতে হবে। নিবেদক গাজী শরীফ ঢাকা।
Previus
Next
Share This Post