ভাবসম্প্রসারণ “নাম মানুষকে বড় করে না, মানুষই নাম কে বড় করে তোলে।”


নাম মানুষকে বড় করে না, মানুষই নাম কে বড় করে তোলে।

মূলভাব: নাম দ্বারা খ্যাতি লাভ করতে পারে না; বরং মহৎ কার্যাবলির মাধ্যমেই মানুষ বিখ্যাত হয়ে উঠে। সম্প্রসারিত ভাব: মহাকালের অনন্ত প্রবাহে মানুষ পায় এক সীমাবদ্ধ জীবন। এ যেন ‘অনন্ত ঘুমের মধ্যে ক্ষণিকের জন্য চোখ মেলে তাকানো।’ ক্ষণকালের এ জীবনে প্রতিটি মানুষেই তার পরিচয় চিহ্নিত করা জন্য পায় নিজস্ব একটা নাম। কালে প্রবাহে তাদের অনেকের নাম হারালেও অনেকে কর্মকৃতির জন্য পায় মহিমা, উত্তর - পুরুষের কাছে হয় স্মরণীয়। জীবনাবসানেও তাদের নাম স্মরণীয় হয়ে থাকে। মানুষের ধারণা নামই মানুষকে অমর করে রাখে। আসলে তা নয়। নামের মধ্যে এমন কোনো গৌরব নেই যার জন্য মানুষ অমরত্ব লাভ করতে পারে। বরং তার মহৎ কর্মের জন্যই সে অমর হয়ে থাকে। গৌরবজনক কীর্তিতেই মানুষের পরিচয়। কোনো সদ্য জন্মগ্রহণকারী শিশুর নামের সঙ্গে যদি কোনো বিখ্যাত ব্যক্তির নামের অংশ জুড়ে দেওয়া হয়, তা হলে ঐ শিশু যে একজন মহান ব্যক্তিত্বে পরিণত হবে তা নয়। যার কোনো কীর্তি নেই তার কথা কেউ স্মরণ করে না। মৃত্যুর সঙ্গে পৃথিবী থেকে তার নাম বিলীন হয়ে যায়। পৃথিবীর জ্ঞানী ও গুণী ব্যাক্তিগণ তাদের গৌরবজনক কীর্তির জন্য চিরস্মরণীয় হয়ে রয়েছেন। নামের জন্য নয় , কর্মের জন্যই তাঁরা বিখ্যাত হয়েছে। রবীন্দ্রনাথ বিখ্যাত ঠাকুর পরিবারের সদস্য কিন্তু ঐ পরিবারের সকলের চেয়ে বড় হয়ে উঠেছে রবীন্দ্রনাথের নাম। মহৎ কীর্তির বলে তাঁর নাম দেশ কালের সীমা ছাড়িয়ে গেছে। সুতরাং এ কথা নিঃসন্দেহে বলা চলে, নামের জন্য মানুষ খ্যাতি লাভ করে না, বরং মহৎ কাজের জন্যই মানুষের নাম বিখ্যাত হয়ে উঠে। মন্তব্য: মানব জীবনে নামের কোনো ভূমিকা নেই। মানুষ তার কর্মের দ্বারা নামকে বড় করে তোলে।

ভাবসম্প্রসারণ “ভোগে নয়, ত্যাগেই মানুষ্যত্বের বিকাশ।”
Previus
ভাবসম্প্রসারণ “শিক্ষাই জাতির মেরুদন্ড।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম