দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন।
দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন।
তারিখ : ৩১/০৮/২০১৯ ইং বরাবর প্রধান শিক্ষক দাসপাড়া উচ্চ বিদ্যালয় রামগঞ্জ, লক্ষ্মীপুর। বিষয়ঃ দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য জন্য আবেদন। জনাব, যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। আমি ষষ্ঠ শ্রেণী থেকে অত্র বিদ্যালয়ে লেখাপড়া করে আসছি। আমার ছোট দুই ভাই-বোন এ বিদ্যালয়ে যথাক্রমে সপ্তম ও অষ্টম শ্রেণীতে অধ্যায়ন করছে। আমার বাবা একজন দরিদ্র কৃষক । আমাদের সংসারে অন্য কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই। বাবার যৎসামান্য আয়ে বর্তমানে আমাদের সাংসারিক ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এমতাবস্থায় অন্য কোথাও থেকে কোনো আর্থিক সাহায্য না পেলে আমার এবং আমার ছোট ভাই-বোনের পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই অত্র বিদ্যালয়ের দরিদ্র তহবিল থেকে এককালীন কিংবা মাসিক ভিত্তিতে কিছু সাহায্য আমার অতীব প্রয়োজন। অতএব, মহোদয় সমীপে প্রার্থনা, বিদ্যালয়ের দরিদ্র তহবিল থেকে আমাকে কিছু আর্থিক সাহায্য প্রদানপূর্বক আমার ও আমার ভাই-বোনের লেখাপড়া চালিয়ে যেতে সহযোগিতা করতে মর্জি হয়। নিবেদক আবু কালাম দশম শ্রেণী, কোড নং-০৭
Share This Post