বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র


বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র

তারিখ : ৩১/০৮/২০১৯ ইং বরাবর প্রধান শিক্ষক দাসপাড়া উচ্চ বিদ্যালয় রামগঞ্জ, লক্ষ্মীপুর। বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার এক ছোট ভাইও এ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে। আমাদের আট সদস্যবিশিষ্ট পরিবারে আমার বাবাই একমাত্র উপার্জনক্ষম সদস্য। তিনি একটি বেসরকারী কোম্পানিতে সামান্য বেতনে চাকরি করেন।পরিবারের ভরণপোষণ করে আমাদের লেখাপড়ার খরচ চালানো বাবার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই অর্থাভাবে আমার লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। উল্লেখ্য , আমি গত বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। অতএব, বিনীত প্রার্থনা, আমাকে আপনার বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানে বাধিত করবেন। নিবেদক আবু কালাম দশম শ্রেণী, কোড নং-০৭

জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র
Previus
দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন।
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম