জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র
জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র
তারিখ : ৩১/০৮/২০১৯ ইং বরাবর প্রধান শিক্ষক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ উত্তরা, ঢাকা বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমি অত্র বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। বিদ্যালয়ের বেতন ও অন্যান্য পাওনা আমি যথাসময়ে পরিশোধ করে আসছি। কিন্তু আর্থিক অসুবিধার কারণে গত মাসের নির্দিষ্ট তারিখে আমি আমার বেতন প্রদান করতে পারিনি। এখন বেতন প্রদানের সময় আমাকে বিলম্বের জন্য কিছু জরিমানা দিতে হবে। অতএব, আকুল আবেদন, আমার আর্থিক সমস্যার কথা বিবেচনা করে জরিমানা ছাড়া বেতন প্রদানের অনুমতি দিতে আপনার বিশেষ মর্জি হয়। নিবেদক আবু কালাম দশম শ্রেণী, কোড নং-০৭
Share This Post