শিক্ষাসফরে যাওয়ার জন্য আবেদন পত্র


শিক্ষাসফরে যাওয়ার জন্য আবেদন পত্র

তারিখ : ৩১/০৮/২০১৯ ইং বরাবর প্রধান শিক্ষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা। বিষয় : শিক্ষাসফরে যাওয়ার জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষাসফরে যাওয়ার ইচ্ছে পোষণ করছি। শিক্ষাসফরের গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা আপনার মতো সুযোগ্য ব্যক্তির নিশ্চয়ই অজানা নয়। শিক্ষা সফর শুধু আনন্দদায়ক নয়, তা শিক্ষণীয়ও বটে। আমনা দুই দিনের সফরে রাঙামাটি যেতে চাই। আমরা শুনেছি রাঙামাটি একটি দর্শনীয় স্থান। তা ছাড়া সেখানে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। আমাদের পঞ্চাশ জন শিক্ষার্থীর এই সফরে প্রায় আশি হাজার টাকার প্রয়োজন হবে। এত বিশাল অঙ্কের ব্যয়ভার আমাদের পক্ষে সম্পূর্ণভাবে বহন করা সম্ভব নয়। এ ব্যাপারে আপনার সাহায্য ও সহযোগিতা কামনা করি। আপনার অনুমতি পেলে আমরা এ টাকার অর্ধেক বহন করতে প্রস্তুত আছি। অতএব, বিনীত প্রার্থনা, শিক্ষা সফরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমাদেরকে শিক্ষা সফরে যাবার অনুমতি দানে বাধিত করতে আপনার বিশেষ মর্জি হয়। বিনীত আপনার একান্ত অনুগত দশম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র-ছাত্রীদের পক্ষে গাজী সুরভী কোড নং নং- ৫৫৬৬

সম্প্রতি পড়া একটা বই সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধুকে পত্র লেখ
Previus
জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম