বই কেনার জন্য পিতার নিকট একটি পত্র লিখ।


*** বই কেনার জন্য পিতার নিকট একটি পত্র লিখ।

উত্তরা, ঢাকা, ১২২৯ ১৩ই ফেব্রুয়ারী, ২০১৯ ইং শ্রদ্ধেয় আব্বাজান, পত্রের শুরুতে আমার সালাম নিবেন। আশা করি আল্লাহর অশেষ রহমতের মাঝে এক প্রকার ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতের মাঝে আমরাও বাড়ির সকলে এক প্রকার ভালো আছি। গত মঙ্গলবারে আমি আপনার পত্র পেয়েছি। আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আপনি জেনে খুব খুশি হবেন যে, আমি মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে উর্ত্তীর্ণ হয়েছি। আমাদের নতুন ক্লাশ শুরু হবে ১লা জানুয়ারী থেকে। তাই আমার কিছু নতুন বই কিনতে হবে। সেই উদ্দেশ্যে আমার সাতশ টাকা দরকার। তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব টাকা পাঠিয়ে দিবেন।

আজ আর নয়। সাক্ষাতে বিস্তারিত বলব। আপনার বন্ধু মহলকে আমার সালাম দিবেন। বাড়িতে আমরা সবাই ভালো আছি। আপনার স্নেহের ছেলে নোমান  [এখানে খাম আঁকবে]
ছোট ভাইকে উপদেশ দিয়ে বড় ভাইয়ের পত্র
Previus
বাংলা অনুচ্ছেদ “ফেসবুক”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম