বিজ্ঞানমেলার অথবা, মেলার বর্ণনা দিয়ে বন্ধুর নিকট একটি পত্র


বিজ্ঞানমেলার অথবা, মেলার বর্ণনা দিয়ে বন্ধুর নিকট একটি পত্র

উত্তরা, ঢাকা, ১২২৯ ১৩ই ফেব্রুয়ারী, ২০১৯ ইং প্রিয় নোমান,

শুভেচ্ছা নিও। অনেক দিন পর তোমার চিঠি পেয়ে উত্তর দিতে বসেছি। কিন্তু তোমার তো একরাশ অভিযোগ। সেটা অবশ্যই আমার পাওনা। তবে তুমি যাই বলো না কেন আমি কিন্তু ব্যস্ত ছিলাম বলে চিঠির উত্তর দিতে পারিনি। যা হোক, গত সপ্তাহে পুরোটাই আমি ব্যস্ত ছিলাম বিজ্ঞানমেলা নিয়ে। আমাদের কলেজের এ জাতীয় মেলার আয়োজন এই প্রথম। তাই তা ছিল প্রচন্ড আকর্ষণীয়। এদিকে অংশগ্রহণকারী বন্ধুদের যাতে অসুবিধা না হয় তার দায়িত্বটা আমাকেই নিতে হয়। তদুপরি আমি এতে অংশগ্রহণ করি। তাই একটা সুন্দর উপাত্ত তৈরি করার কাজে খুবই ব্যস্ত ছিলাম। সত্যিই ভীষণ এক মজার ব্যাপার; একে তো অজপাড়া গাঁ ধরেই নিয়েছিলাম মেলা জমবে না। কিন্তু তা নয়। বিভিন্ন স্থান থেকে খুদে খুদে বিজ্ঞানীরা তো নানা প্রকার প্রদর্শনী নিয়ে হাজির। সেওট্টরচুল্লির রঞ্জনপ্রক্রিয়া, আরও কত কী! আরও ছিল পাউডার তৈরির কারখানা, সেটা তো মেয়েরাই দখল করে নিলো। তবুও বলতে হয় এ বিজ্ঞানমেলা জমে উঠেছিল। সর্বোপরি দর্শকের উপস্থিতি ছিল মনে রাখার মতো। যাক, আর তোমার মূল্যবান সময় নষ্ট করব না। তুমি তো পড়াশুনায় খুবই। অভিমান করো না। অবশ্যই উত্তর দেবে। তোমার আব্বা-আম্মাকে সালাম দিও। ইতি তোমারই বন্ধু নীরব [এখানে খাম আঁকতে হবে]

পরীক্ষার পর অবসর কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে চিঠি।
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম