পরীক্ষার পর অবসর কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে চিঠি।


পরীক্ষার পর অবসর কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে চিঠি।

উত্তরা, ঢাকা, ১২২৯ ১৩ই ফেব্রুয়ারী, ২০১৯ ইং প্রিয় নোমান, আমার শুভেচ্ছা নিও। আশা করি তুমি ভালো আছ। তোমার নিশ্চয় পরীক্ষা শেষ হয়েছে। আমারও শেষ হয়েছে। সামনে চার মাস আমার অখন্ড অবসর। অবশ্য বিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নেব। তবু দীর্ঘদিনের ক্লান্তি একটু দূর করতে চাই। নীলা, আগামী সপ্তাহে আমি বাবা-মার সাথে কক্সবাজার বেড়াতে যাচ্ছি। সাত দিনের সফর। টেকনাফ, রাঙামাটি, বান্দরবান ও সেন্টমার্টিন যাবো। আমার খুব ইচ্ছে তুমি আমাদের সাথে যাবে। তুমি তৈরি হয়ে থাকবে, চট্টগ্রাম থেকে তোমাকে আমরা সাথে করে নেব। গল্পে শুনেছি, টিভিতে দেখেছি সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, সাদা সাদা ফেনারাশি কেমন করে আছড়ে পড়ে। উহ্ ভাবতেই শিউরে উঠছি। আরও মজার ব্যাপার হলো, বহুদিন পর তোমার সাথে দেখা হবে। আশা করি সাত দিন আমাদের ভালোই কাটবে। বাকি সময় কীভাবে কাটাব সেটা তোমার সাথে আলাপ করে ঠিক করব। তা হলে ভালো থেকো, সুস্থ থাকো। আব্বা ও আম্মাকে আমার সালাম দিও। তুতুলকে স্নেহ ও আদর। প্রস্তুত থেকো, আমি আসছি। আবারও শুভেচ্ছা। ইতি তোমারই বন্ধু নীরব [এখানে খাম আঁকতে হবে]

বিজ্ঞানমেলার অথবা, মেলার বর্ণনা দিয়ে বন্ধুর নিকট একটি পত্র
Previus
পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বন্ধুকে অভিনন্দন জানিয়ে পত্র।
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম