পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বন্ধুকে অভিনন্দন জানিয়ে পত্র।
পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বন্ধুকে অভিনন্দন জানিয়ে পত্র।
উত্তরা, ঢাকা, ১২২৯ ১৩ই ফেব্রুয়ারী, ২০১৯ ইং প্রিয় নোমান, আমার প্রীতি ও শুভেচ্ছা নাও। সেই সাথে রইল আরও উষ্ণ অভিনন্দন। তোমার পরীক্ষার ফল জেনে এত খুশি হয়েছি যে, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। তুমি পরীক্ষায় প্রথম হবে তা জানতাম, কিন্তুষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত কেউ তোমার মতো এত বেশি নম্বর পায়নি, একথাটি নিশ্চয়ই তোমারও অজানা। সেদিন আমাদের প্রধান শিক্ষক তোমার কথা বলে আমাদের উৎসাহ দেখিয়ে বললেন, “হ্যাঁ, ছাত্র হলে এমন ছাত্রই হওয়া উচিত। দেখ রশিদ, তুমি যে তার বন্ধু একথা বলতেও তুমি আনন্দ পাচ্ছ।” বলতে লজ্জা নেই যে, আমি তোমার চেয়ে অনেক খারাপ ছাত্র। যদিও আমি এবারও পরীক্ষায় প্রথম হয়েছি তবুও তোমার তুলনায় তা কিছুই না। আশা রাখি এভাবে তোমার কীর্তির আলোকে আমাদেরও আলোকিত করে রাখবে এবং সে-আলোয় যেন এগিয়ে নিতে পারি নিজেদের সফলতার তরণী। এ মুহুর্তে আমার একান্থ প্রত্যাশা জেএসসি পরীক্ষায় যেন তুমি জেলার মধ্যে প্রথম হতে পারো। পাশাপাশি আমিও চেষ্টা করব নিজের একটা স্থান করে নিতে। তোমার এ কৃতিত্বের খবরে আব্বা-আম্মা দুজনেই খুব খুশি হয়েছেন। আব্বা যে তোমার মেধার সংবাদ রাখেন সেও তোমার অজানা নয়। আমাদের পরিবারের ধারণা এস এস সি পরীক্ষাতেও তোমার কৃতিত্বে আমরা আনন্দিত হবো। আব্বার মতে পড়াশুনার প্রতি আরও যত্নবান হওয়া তোমার পক্ষে জরুরি। কারণ, তিনিও তো একদিন তোমার শিক্ষক ছিলেন। পরিবেশে তোমার কুশল কামনা করে আজ এখানেই লেখার ইতি টানছি।
ইতি তোমারই বন্ধু নীরব [এখানে খাম আঁকতে হবে]Previus
Next
Share This Post