প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য সংবাদপত্রে পত্র
প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য সংবাদপত্রে পত্র
বরাবর সম্পাদক ‘দৈনিক ইত্তেফাক’, ঢাকা। বিষয়ঃ সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত স্বনামধণ্য ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় নিম্নলিখিত পত্রটি চিঠিপত্র কলামে জনস্বার্থে প্রকাশের ব্যবস্থ্য নিতে অনুরোধ করছি। নিবেদক গাজী শরীফ
দাসপাড়ায় প্রাথমিক বিদ্যালয় চাই
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার অন্তর্গত দাসপাড়া একটি জনবহুল গ্রাম। এ গ্রামে প্রায় আট হাজার লোক বাস করে। কিন্তু দুঃখের বিষয়, এত লোকের বসবাস করা সত্ত্বেও এ গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এ গ্রামের নিকটবর্তী বিদ্যালয়টি প্রায় তিন মাইল দূরে অবস্থিত । ছোট ছেলেমেয়েদের পক্ষে এত দূরে গিয়ে লেখাপড়া করা মোটেও সম্ভব নয়। বর্ষাকালে রাস্তাঘাটগুলো জলমগ্ন হয়ে পড়লে এ অসুবিধা আরও প্রকট আকার ধারণ করে। গ্রামটিতে প্রাথমিক বিদ্যালয় না থাকায় ছেলেমেয়েরা নিরক্ষর থেকে যাচ্ছে। আর এ নিরক্ষর জনগোষ্ঠী দেশ এ জাতির জন্য বিরাট বোঝাস্বরূপ। একটি জাতির আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটে প্রাথমিক শিক্ষায়। তাই সকলে আশা করছেন, সর্বজনীন প্রাথমিক শিক্ষা কার্যকর হলে দেশ দারিদ্র্য, বেকারত্ব, নিরক্ষরতা এবং সামাজিক মূল্যবোধ থেকে মুক্তি পেয়ে অচিরেই উন্নতির শিখরে আরোহণ করতে সক্ষম হবে। এ লক্ষ্যে সরকার ১৯৯২ সালের ১ জানুয়ারি থেকে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ঘোষণা করেছে। সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাকে বাস্তবায়নের জন্য কতিপয় উদ্যোগও গ্রহণ করেছে। এর মধ্যে নবনির্মিত সকল প্রাথমিক বিদ্যালয়কে অনুমোদন দান এবং প্রাথমিক বিদ্যালয়ে ৭০ ভাগ শিক্ষিকা নিয়োগ অন্যতম। এ ছাড়া বিনামূল্যে শিক্ষার্থীদেরকে বই দেয়া, বিনামূল্যে পোশাক সরবরাহ এবং গরিব শিক্ষার্থীদের জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয়েছে। কিন্তু দাসপাড়াবাসী এসবের কোনো সুফলই পাচ্ছে না একটি প্রাথমিক বিদ্যালয়ের অভাবে । তাই দেশে ও জাতির বৃহত্তর স্বার্থে উক্ত গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। অতএব, অবিলম্বে দাসপাড়া গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে দরিদ্র জনসাধারণের ছেলেমেয়েদের সুশিক্ষা লাভের পথ সুগম করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নিবেদক গাজী শরীফ রামগঞ্জ, লক্ষ্মীপুর।
Previus
Next
Share This Post