ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ১৯৯২ সালের বাংলা প্রশ্ন
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ১৯৯২
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ
১। তেমার পাঠ্য বইয়ের যেকোনো একজন বীরশ্রেষ্ঠের বীরত্বের কাহিনি সংক্ষেপে বর্ণনা কর।
২। কবি ও কবিতার নাম লেখঃ
ক) এই ভাষাতে চিত্তে আঁকে জীবন রঙের আলপনা।
খ) কেঁপে ওঠে থরথর এখানে আমার ছোট্ট পাতার ঘর।
গ) এত যে সোহাগ এত যে আদর, পোষ তুব মানে নাই কভু।
ঘ) সত্যিকারের রাজা বলেই তিনি এখন স্বাধীন হলেন। ঙ) পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও।
৩। বানান শুদ্ধ করে লেখ। ব্যবসা/ ব্যবসায়; গীতাঞ্জলী/ গীতাঞ্জলি; সান্ত্বনা/ স্বান্ত্বনা পুণ্য/ পূণ্য; দুর্বিপাক/ দূর্বিপাক।
৪। শব্দার্থ লেখঃ উদাস, নিষ্কৃতি, উপাচার, দ্বৈত, অনন্ত।
৫। সঠিক উত্তরটিকে টিক (√) চিহ্ন দাওঃ ক) কবি কাকে দামাল ছেলে বলেছেন--- আকাশ / বাতাস / নদী। খ) কে প্রকৃত মহৎ ব্যক্তি--- করিম বখস / রহিম বখস / বৃদ্ধ তাঁিত। গ) ‘জলে কুমির ডাঙ্গায় বাঘ’ কোন বনে? সুন্দরবন / বান্দরবান / শালবন। ঘ) ভারদের সামনে আদর্শ কে --- নদী / ঝরণা / মেঘ। ঙ) বাঁচার প্রকৃত উপায় কি? গ্রামে ফেরা / বিদেশে যাওয়া / শহরের গমন করা।
৬। বিশেষণের পাশে উপযুক্ত বিশেষ্য বসাওঃ কুনো, ফুটফুট, আজগবি, দমকা, বেফাঁস।
৭। এক কথায় প্রকাশের সঠিক উত্তরে টিক চিহ্ন (√) চিহ্ন দাওঃ ক) যে আল্লাহকে বিশ্বাস করে না। ----- আস্তিক / নাস্তিক / কাফের / মুনাফিক। খ) যে উপকারীর অপকার করে। ---- অকৃতজ্ঞ / কৃতজ্ঞ / কৃতঘœ / প্রত্যুপ্রকার। গ) অন্য ভাষায় রূপান্তরিত। ---- অনূদিত / রূপান্তরিত / বঙ্গানুবাদ / অনুবাদ। ঘ) যে বৃক্ষ একবার ফল দিয়ে মরে যায়।---- ওষধি / ঔষধি / ক্ষণজন্মা / অনুবাদ। ঙ) যার অন্য কোনো উপায় নেই। ----- উপায়হীন / নিরুপায় / কিংকর্তব্যবিমৃঢ় / অনন্যোপায়।
৮। ভাব-সম্প্রসারণ করঃ
ক) যে সহে, সে রহে। খ) প্রয়োজনীয়তাই আবিষ্কারের জনক।
৯। বঙ্গানুবাদ করঃ
He is a great warrior. Shahana sings well. Swimming is good for health. Did he go to Dhaka? Rahim never tells a lie.
১০। যেকোনো একটি রচনা লেখ (১৫টি বাক্যে)
ক) বনভোজন, খ) তোমার দাদীর কাছে একটি গল্প।
Previus
Next
Share This Post