ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ১৯৯৩ সালের বাংলা প্রশ্ন
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ১৯৯৩
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ
১। ‘খোকা চায় পাখি, পাখি চায় বন’ এই দুইটি চাওয়ার মধ্যে পার্থক্য কেন?
২। ‘বন্যেরা বনে সুন্দর- সুন্দরবনের জীবজন্তু অবম্বনে এ কথাটি বিশ্লেষণ কর।
৩। “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”- এ পঙক্তির সঙ্গে আমরা সবাই পরিচিত। স্বদেশপ্রেম সম্পের্কে তোমার নিজের অনুভূতি লেখ।
৪। ভাব-সম্প্রসারণ করঃ
ক) সমুদ্রের পাড় আছে তল আছে তার, অতল অপার মাতৃস্নেহ পারাবার।
৫। তোমার স্কুলের বার্ষিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্বন্ধে তোমার বন্ধুকে একটি পত্র লেখ।
৬। বাংলা অনুবাদ করঃ
An ant lived by the bank of a river. One day she by chance fell into the river and was about to be drowned. A pigeon saw it from a tree. he dropped a dry leaf into the water of the river. It saved the life of the poor ant.
৭। সাধু বা চলিত ভাষায় রূপান্তরিত করঃ
আজ কেউ আর দ্বীপ হইতে বাহির হইবে না। আকাশে মেঘ ঘনাইয়া আসছে। মহেশখালি দ্বীপের জেলেরা উৎকণ্ঠিত হইয়া পড়েছে। উহাদের আজ মাছ ধরা হবে না। সমুদ্রের তরঙ্গের সাথে যুদ্ধ কি করে করিতে হয় গগন জলদাস তা জানে।
৮। বন্ধনীর নির্দেশ অনুযায়ী নিচের বাক্যগুলো পরিবর্তন করঃ
ক) আমি প্রত্যহ প্রত্যুষ ব্যায়াম করি। (না-বাচক) খ) পেটে খেলে পিঠে সয়। ( জিজ্ঞাসা) গ) বাহ কি সুন্দর ফুল। (সাধারণ) ঘ) আমি আগামীকাল বেড়াতে যাব। (অতীত কাল) ঙ) সে প্রত্যহ স্কুলে যায়। (বচন)
৯। বাক্য রচনা করঃ থইথই, তরতর, লকলক, ঝরঝর, টুসটুস।
১০। বাম পাশের বাগধারাগুলোর সাথে ডান পাশের শব্দগুলো সাজিয়ে লেখঃ
বাম পাশ | ডান পাশ |
ক) তেলেসমাতি | গুড়েবালি |
খ) ক্ষণস্থায়ী | বালির বাঁধ |
গ) আশাহত হওয়া | ভুতের বেগান |
ঘ) অযথা শ্রম | এলাহি কান্ড |
ঙ) হতভাগ্য ভুতের বেগান | হাড় হাভাতে |
ক) চীর দিন কারও সমান যায় না। খ) সে অত্যান্ত অসুস্থ গ) রাজধানির রাস্তাগুলি খুবই প্রশ্বস্ত। ঘ) সকল ছাত্রগণ ক্লাশে উপস্থিত ছিল। ঙ) মেয়েটি যেমনি মুখরা, তেমনি বিদ্বান ছিল।
১২। এককথায় প্রকাশ করঃ ক) হাতির ডাক; খ) ঘোড়ার ডাক; গ) বিদেশে থাকেন যিনি ঘ) নদীমাতা যার; ঙ) সে বেশি কথা বলে।
Previus
Next
Share This Post