ডাক বিভাগের এস্টিমেটর -২০১৮ সালের নিয়োগ প্রশ্ন - Gazi Online School


    

ডাক বিভাগের এস্টিমেটর -নিয়োগ পরীক্ষা-2018
পরীক্ষার তারিখঃ  30/10/2018
প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা উত্তরপত্র ব্যবহার করুন।


(বাংলা ও মান : ৫০ • বিষয় কোড :১০১

১. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখুন
ক. বাংলাদেশ : উন্নয়নশীল রাষ্ট্রের যোগ্যতা অর্জন
খ. সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার
গ. মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ
ঘ. রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ
ঙ. গ্রাম-বাংলার উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তি।

২. ক. বাংলাদেশের নারীশিক্ষার অগ্রগতি সম্পর্কে জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি পত্র লিখুন।
অথবা,
খ. গ্রামের যুবসমাজের মধ্যে মাদক ব্যবহারের প্রবণতা ও এর কুফল সম্পর্কে আলোচনা করে দৈনিক পত্রিকায় প্রকাশের জন্য সম্পাদক বরাবর একটি পত্র লিখুন।
৩. বাংলায় অনুবাদ করুন :
Knowledge is vaster than ocean. The more we gather knowledge, the more our thirst increases. So any kind of restriction on the pursuit of knowledge is not at all desirable. Everybody has the right to walk freely in the ocean of knowledge.
৪. সারমর্ম লিখুন :
আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত,
গিরি-গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত।
সৃজিব জগৎ বিচিত্রতর, বীর্যবান,
তাজা জীবন্ত সে নব সৃষ্টি শ্রম-মহান।
চলমান-বেগে প্রাণ-উচ্ছল,
রে নবযুগের স্রষ্টাদল,
জোর কদম্ চল রে চল।
৫. নিচের যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিন :
বানান শুদ্ধ করুন : রুগ্ন, পৈত্রিক, বৈচিত্র, আকাংখা, নিরোগ 
খ. সন্ধিবিচ্ছেদ করুন : অত্যাচার, আদ্যন্ত, ঐন্দ্রজালিক, সংযোগ, বহির্বাণিজ্য।
গ. নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন : পানসে, পিতা, পতি , কাব্য, গরীয়ান।
ঘ. সংজ্ঞা ও উদাহরণসহ ষ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম লিখুন।
ঙ. প্রতিটি শব্দের দুটি করে সমার্থক শব্দ লিখুন: ঈক্ষা, দর্প, যশ, লজ্জা, অগ্নি।

ENGLISH
Marks : 50 * Subject Code:102)

1. Write an essay on any one of the following using the given hints :
a. Flower cultivation in Bangladesh
b. Choice of Profession
2. Write a letter to the editor of a newspaper complaining against the unlawful use of pavements by the motor cycle riders.
Or,
Write a letter to the Manager of a hotel complaining about poor quality of food supplied by them in your office.
3. Read the following passage and answer the questions that follow:
10 Thomas Alva Edison was born in 1847 in Ohio, America. As a little boy he was very inquisitive. He always wanted to know how things were done. Very early in life he showed that he was full of curiosity, a quality which is so important to inventors. In 1864 he went to New York, where he worked for some time as a telephone operator. But soon he become interested in inventions. In a very short time they were his chief business. In order to carry on this business, which was to become his life's work, he built a laboratory at Menlo Park, where he had gone to live. His first great invention was a system of telegraphy. Soon afterwards he invented the phonograph, the first form of the instrument that we now know as the gramophone or record player. The word 'phonograph' means something that can write or record sound. Other scientists before Edison had thought of instruments which would do this, but Edison was the first to make an instrument which actually worked. He also invented the incandescent lamp, a lamp in which the light is caused by heated wire called filament. The wire is heated by an electric current. People now use electricity to illuminate their homes. By the time Edison died in 1931 he had about a thousand inventions to his credit.
Answer the following Question:
a. What quality is crucial for scientific invention?
b. When was Edison interested in invention?
c. Where did he build his laboratory?
d. What was Edison's first invention?
e. What is the earliest form of the record player?
4. Correct the following sentences (any five)
a. The phone rang when I am eating lunch.
b. The wages of sin are death.
c. It is me who did it.
d. The albatross made the wind to blow.
e. I spent the rest day at home.
f. It is a secret between you and I.
g. He talks as if he knows everything.
5. Use the appropriate form of verbs given in bracket (any five)
a. English is easy to learn).
b. I can not avoid (do) it.
c. The causes of deforestation (be) many.
d. He had read my letter and (write) about it.
e. We had better (go) home.
f. I prefer writing to (read).
8. The house (belong) to me.
6. Make sentences with the following idioms and phrases (any five)
a. At stake -
b. French leave -
C. A bird's eye view-
d. Roll out-
e. Send for-
f. Turn away-
g. Keep pace with—

বাংলাদেশ বিষয়াবলি

১. ‘ছিয়াত্তরের মন্বন্তর' কী? বাংলায় এর প্রভাব কীরূপ হয়েছিল সংক্ষেপে লিখুন।
২. ‘চলন্ত শব্দ কল্পদ্রুত’ কাকে বলা হয়? তাঁর উল্লেখযোগ্য চারটি কাজের নাম লিখুন।
৩. সম্প্রতিক রোহিঙ্গা শরণার্থী সমষ্যার কারণ কী? সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ সংক্ষেপে লিখুন।
৪. ক. বাংলাদেশের সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ এবং কয়টি তফসিল রয়েছে?
খ. সকল ক্ষমতার মালিক জনগণ’ এবং ‘প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতা’ বাংলাদেশের সংবিধানের কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
৫. ক. খান জাহান আলী কে ছিলেন? তাঁর কীর্তি কী এবং তা বাংলাদেশের কোথায় অবস্থিত?
খ. বার ভূঁইয়াদের নেতা কে ছিলেন? লালবাগ কেল্লা কোন সুবেদার নির্মাণ করেন এবং উক্ত কেল্লার ভেতর সমাহিত পরিবিবির আসল নাম কী?

আন্তর্জাতিক বিষয়াবলি; মান : ১৫
(যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে)

৬. ‘অক্টোবর বিপ্লব’ কী? এটি কখন ও কেন সংঘটিত হয় এবং কার নেতৃত্বে বিপ্লবটি সাফল্য অর্জন করে?
৭. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে বিভক্ত করেছে কোন প্রণালী? মোট কতটি আমিরাত নিয়ে সংযুক্ত আরব আমিরাত গঠিত? এর রাজধানী ও মুদ্রার নাম লিখুন।
৮. আন্তর্জাতিক বিচারালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? এর প্রধান কার্যালয় কোথায়? কতজন বিচারক নিয়ে এ আদালত গঠিত এবং এর কার্যাবলী সংক্ষেপে লিখুন।
৯. ক. ভিনসেন্ট ব্যানগগ কে ছিলেন?
খ. সলিডারিটি নেতা লেস ওয়ালেসা কোন দেশের নাগরিক?
গ. জুলিয়াস সিজার কে ছিলেন?
বিজ্ঞান ও প্রযুক্তি
১০. ক. রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
খ. হীরা আঁধারে চকমক করে কেন?
গ. বজ্রপাতের সময় কোথায় থাকা উচিৎ
ঘ. পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত কত?
ঙ. প্রাকৃতিক গ্যাসে মিথেন কী পরিমাণে থাকে?
১১. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? কোনো শব্দ প্রথম শোনার পর আমাদের মস্তিষ্কে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ থাকে? শব্দের গতি ঘণ্টায় কত?
১২. বৈদ্যুতিক ক্ষমতার একক কী? কত সালে ট্রানজিস্টার আবিষ্কৃত হয়? সর্বাধিক বিদ্যুৎ পরিবাহী ধাতু কোনটি?
১৩. ক. বাংলাদেশ সরকারের জাতীয় ডাটা সেন্টার কোথায় অবস্থিত। এটি কত টায়ারের?
খ. বাংলাদেশ ব্যান্ডউইডথ আমদানি করে না রপ্তানি করে?
গ. বঙ্গবন্ধু স্যাটেলাইট এর মাধ্যমে কোন কোন দেশ/অঞ্চলে সরাসরি তথ্য আদান প্রদান করা যাবে?
ঘ. সাইবার আইন কেন প্রয়োজন?
ঙ. সুষম খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত কত?

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় ‘বিল্ডিং ওভারশিয়ার-নিয়োগ প্রশ্ন - ২০১৮
Previus
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র স্টাফ নার্স, ২০১৮ সালের নিয়োগ প্রশ্ন
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম