ভাবসম্প্রসারণ “অর্থ-সম্পদের বিনাশ আছে, কিন্তু জ্ঞান সম্পদের বিনষ্ট হয় না।”


অর্থ-সম্পদের বিনাশ আছে, কিন্তু জ্ঞান সম্পদের বিনষ্ট হয় না।

মূলভাবঃ বিভিন্ন কারণে মানুষের ধনসম্পদ নষ্ট হতে পারে বা নষ্ট হয়। কিন্তু জ্ঞান সম্পদ অব্যয়-অক্ষয়, এর কোনো ধ্বংস নেই। সম্প্রসারিত ভাবঃ মানব ধন এবং জ্ঞান উভয়ের প্রয়োজনীয়তাই অনস্বীকার্য। আমাদের খেয়ে পরে বেঁচে থাকার জন্য যেমন অর্থ -সম্পদের প্রয়োজন তেমনি পূর্ণ মনুষ্যত্ব লাভের জন্য প্রয়োজন জ্ঞান স¤পদ। ধনসম্পদ পৃথিবীতে চিরস্থায়ী নয়। বিভিন্নভাবে ধনসম্পদের ধ্বংস বা বিনষ্ট হতে পারে। প্রাকৃতিক দুর্যোগ, দস্যুর অপহরণ, অপচয়, অপব্যয় ইত্যাদির কারণে ধনসম্পদ নষ্ট হতে পারে। কিন্তু জ্ঞানসম্পদের কোনো ধ্বংস বা ক্ষয় নেই। এটি একান্তই মানসিক, চিত্ত উৎকর্ষের সাথে সম্পৃক্ত। চর্চার মধ্য দিয়ে এর বিকাশ ও বৃদ্ধি ঘটে। জ্ঞানসম্পদের কোনো বস্তুগত অবস্থান নেই বিধায় এটি কখনো ধ্বংস হতে পারে না। জ্ঞানের আলোয় আলোকিত মানুষ কর্তৃক সৃষ্ট কর্ম যুগ যগান্তরের বহমান ধারা। যে ধারায় স্নাত হয়ে কর্মী কর্ম পায়, শিক্ষার্থী শিক্ষা পায়, ভাবুক পায় ভাব। মানুষের সৃজন ক্ষমতা চূড়ান্ত স্ফূর্তি পায় জ্ঞানে। জ্ঞানের অদম্য শক্তিতে বলীয়ান হয়েই মানুষ তার ব্যক্তিত্বের, আবেগের মননশীলতা যথাযথ বহিঃপ্রকাশ ঘটাতে সক্ষম হয়। জ্ঞানের ধারক ও বাহকরাই পৃথিবীতে অমর ও অনুকরনীয় আদর্শ হয়ে থাকেন এবং তাদেঁর জ্ঞানের সঞ্জীবনী সুধা সঞ্চারিত ও সঞ্জীবিত হয় উত্তর প্রজন্মেও চিন্তায় ও মাননে। আর এভাবেই জ্ঞানসম্পদ ধ্বংসের পরিবর্তে এগিয়ে যায় উত্তরোত্তর সমৃদ্ধির পথে। মন্তব্যঃ জ্ঞান অবিনাশী। তাই প্রতিটি মানুষকে জ্ঞানের প্রতি অনুরক্ত হওয়া উচিত।

ভাবসম্প্রসারণ "জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো।"
Previus
ভাবসম্প্রসারণ “বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী অর্ধেক তার নর।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম