ভাবসম্প্রসারণ “নির্বাক মিত্র অপেক্ষা স্পষ্টভাষী শত্রু অনেক ভালো।”


নির্বাক মিত্র অপেক্ষা স্পষ্টভাষী শত্রু অনেক ভালো।

মূলভাবঃ যে ব্যক্তি সত্য প্রকাশ করতে সাহস পায় না সে বন্ধু হলেও  প্রকৃত বন্ধু নয়। পক্ষান্তরে, যে ব্যক্তি সত্য কথা বলতে দ্বিধাবোধ করে না, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদী , সো বন্ধু না হলেও নির্বাক বন্ধু অপেক্ষা অনেক ভালো। সম্প্রসারিত ভাবঃ মিত্রতা দুটি দেহের মধ্যে অভিন্ন এক হৃদয় সৃষ্টি করে। দৃষ্টিভঙ্গির সমতার মাধ্যমে মিত্রতা গড়ে উঠে। একজন সৎ বন্ধু প্রত্যেকের জীবনে অপরিহার্য । কিন্তু কোনো ব্যক্তি যদি তার ব›ধুর বিপদে নির্বাক দর্শকের ভূমিকরা পালন করে,তহালে এমন মিত্র থাকা না থাকা সমার্থক্ মানুষের জীবনে এক মহৎ গুণ স্পষ্টবাদিতা। স্পষ্টভাষী লোক শত্রু হলে ও নির্বাক বন্ধু অপেক্ষা হাজার গুণ শ্রেয়। আমাদের সমাজে এমন অনেক লোক আছেন যারা বন্ধুর বিপদে বন্ধুর পাশে থেকেও কোনো প্রকার সাহায্য বা সহানুভূতি প্রকাশ না করে নির্বাক দর্শকের ভূমিকা পালন করেন। তারা সযত্নে সকল প্রকার ঝুঁকি এড়িয়ে চলতে চান। অন্যায়কে অন্যায় বলার মতো সৎ সাহসও তাদের থাকে না। এমন প্রকৃতির ব্যক্তি বন্ধু হলেও তাকে পরিত্যাগ করা বাঞ্ছনীয়। অপরদিকে স্পষ্টবাদী ব্যক্তি সব সময়ই অণ্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদী। তার সম্মুখে ঘটে যাওয়া অন্যায়কে সে অন্যায় বলে প্রতিবাদ করতে কুন্ঠবোধ করে না। তাই এমন ব্যক্তি শত্রু হলেও নির্বাক বন্ধু অপেক্ষা অনেক ভালো। সে শত্রু হলেও স্পষ্টবাদিতার গুনে মহৎ বন্ধু । হযরত ওমর (র.) এ ভাষায়- “যে তোমার দোষ ধরে বন্ধু সেই জন”

ভাবসম্প্রসারণ “সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা।”
Previus
ভাবসম্প্রসারণ "চরিত্র মানুষের অমূল্য সম্পদ।"
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম