ভাবসম্প্রসারণ "চরিত্র মানুষের অমূল্য সম্পদ।"


চরিত্র মানুষের অমূল্য সম্পদ।

মূলভাবঃ মানুষের সব সম্পদের মধ্যে চরিত্রই বড় সম্পদ। উত্তম চরিত্রের লোক সর্বত্র স¤মান পেয়ে থাকে। পক্ষান্তরে, চরিত্রহীন ব্যক্তি অজস্র ধন সম্পদের অধিকারী হলের সকলের ঘৃণার পাত্র। সম্প্রসারিত ভাবঃ ইংরেজিতে একটি কথা আছে-The crown and glory of life is character.  চরিত্র মানবের মহার্ঘতম বস্তু, শ্রেষ্ঠতম অলংকার । হাদিসে আছে, “সবচাইতে পূর্ণ ঈমানদার সেই ব্যক্তি ডার আখলাক অর্থাৎ চরিত্র সবচেয়ে ভালো।” চরিত্র সম্পদ অন্য সকর সম্পদ অপেক্ষা অধিক মূল্যবান। চরিত্র গৌরবে বলীয়অন মানুষ দেবতার মহিমায় পৃথিবীতে বিরাজ করে। চরিত্র মানুষকে ন্যায়, সত্য, সংযম ও শ্রদ্ধাবোধ শিক্ষা দেয় এবং সৎপথে চলতে উদ্বুদ্ধ করে। চরিত্রবান ব্যক্তি সমাজের শিখাস্বরূপ। সে অর্থসম্পদে দীন হলেও গৌরবে মহান। কথায় আছে, “রাজার জোর অর্থের আর চরিত্রবান ব্যক্তির জোর হৃদয়ের।” হৃদয়িক মহিমায় উজ্জ্বল চরিত্রহীন ব্যক্তি সদালাপী, বিনয়ী ও জ্ঞানের প্রতি শ্রদ্ধাশীল হন। চরিত্রবান ব্যক্তি মহাপুরুষরূপে সমাজে সমাদৃত। পক্ষান্তরে, চরিত্রহীন ব্যক্তি পশুর সদৃশ। সে গন্ধহীন পুষ্পের মতো। তাই কেউ তাকে সম্মান করে না। কথায় আছে টাকা কড়ি হারালে কিছুই হারায় না। স্বাস্থ্য হারালে কিছু হারায়: কিস্তু চরিত্র হারালে সব কিছুই হারাতে হয়। সুতরাং সমৃদ্ধিময় জীবনের জন্য চরিত্র প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। চরিত্রের মাধ্যমেই ঘোষিত হয় জীবনের গৌরব। মন্তব্যঃ মানুষের প্রকৃত পরিচয় তার চরিত্র। চরিত্র বলেই মানুষ সুন্দর ও সার্থক হয়ে উঠে।

ভাবসম্প্রসারণ “নির্বাক মিত্র অপেক্ষা স্পষ্টভাষী শত্রু অনেক ভালো।”
Previus
ভাবসম্প্রসারণ "জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো।"
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম