ভাবসম্প্রসারণ “প্রাচীরের ছিদ্রে এক নাম গোত্রহীন ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক্ ধিক্ বলে তারে কাননে সবই, সূর্য উঠে বলে তারে, ভালো আছো ভাই ।”
প্রাচীরের ছিদ্রে এক নাম গোত্রহীন ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক্ ধিক্ বলে তারে কাননে সবই, সূর্য উঠে বলে তারে, ভালো আছো ভাই ।
মূলভাব: আমাদের সমাজে নিরীহ ও গরিবদের কোনো মর্যাদা নেই। সকলেই তাদেরকে ঘৃনা করে। কিন্তু যারা মহৎ এবং উদার মনের অধিকারী তাদের কাছে ছোট বড় বলে কোনো ভেদাভেদ নেই। সকলকেই তারা সমান মর্যাদা দিয়ে থাকে। সম্প্রসারিত ভাব: ভাঙা প্রাচীরের গায়ে অনেক অখ্যাত ফুল ফুটে থাকে। আকারে ছোট ও ফুলগুলোর রঙের বাহার নেই, গন্ধ নেই, শোভা নেই। তাই তাদের স্বজাতি ফুলদল তাদের পরিচয় দিতে চায় না। সৌন্দর্যে ভরা ফুলদল তাদেরকে ধিক্কার দিতে থাকে। কিন্তু সেই অখ্যাত ফুলকে সূর্য সম্মান জানায়। ভাই বলে মম্বোধন করে তার কুশল জানতে চায় । কোনো ক্ষুদ্রতার মাঝে আবদ্ধ নয় বলে সূর্য সামান্য ফুলকেও আপন করে দিতে পারে। বিশ্ব প্রকৃতির মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়েও সূর্যের মনে কোনো অহংকার নেই, নেই বড়-ছোট ভেদাভেদ জ্ঞান। বিরাট মহীরুহ থেকে শুরু করে ছোট ঘাসটি পর্যন্ত তা স্নেহধারায় সমভাবে স্নাত হয়ে ধন্য হয়, সার্থক হয়। সূর্যে এ মহানুভবতা তুরনাহিন, তার উদারতা অনন্য। তেমনি এ সংসারে যারা মহৎ মানুষ, তারা নিজ হৃদয়ের মহত্ব ও উদারতা দিয়ে সকলকে আপন করে নেয়। তবে আমাদের সমাজে দেখা যায়- যাদের ধন মান প্রতিপত্তি আছে তাদেরকে সকলেই শ্রদ্ধা করে। কিন্তু সাধারণ মানুষ সকলেরই অবহেলার পাত্র হয়ে বাঁচে। সমাজে এদের কোনো সম্মান নেই।বাহ্যিক সৌন্দর্যকেই এরা সর্বাধিক মূল্য দিয়ে থাকে। কিন্তু যারা প্রকৃত মহৎ এবং উদার তাদের মন মানবতার আলোকে আলোকিত। তারা কাউকে ছোট মনে করে না। তাদের চোখে ছোট বড় বলে কোনো ভেদাভেদ নেই। উদারতার আলোকে তারা সবইকে মর্যাদা দিতে থাকে। মন্তব্য: সাধারণ লোকেরা ধনী ও প্রভাবশালী লোকদেরকে সম্মান দেয়। গরিব ছোট মানুষকে সম্মান করে না । কিন্তু যারা অসাধারণ বা উদার মনের অধিকারী তারা ধণী গরিব সবাইকে এক চোখে দেখে।
Previus
Next
Share This Post