যুব ও ক্রীড়া মন্ত্রণাল হিসাবরক্ষণ কর্মকর্তানিয়োগ প্রশ্ন- ২০১৮। Gazi Online School
যুব ও ক্রীড়া মন্ত্রণাল হিসাবরক্ষণ কর্মকর্তা 2018
পরীক্ষার তারিখ : ১৬.০৯.২০১৮;
[প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা উত্তরপত্র ব্যবহার করুন]
(বাংলা, মান : ৫০, বিষয় কোড :১০১)
ENGLISH
Marks : 50 , Subject Code : 102
খ. আন্তর্জাতিক বিষয়াবলি
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে।) ৫x৩ = ১৫
৮. ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কার্টাগোনা প্রটোকল কী?
৯. CAP-এর চেয়ারপারসন বর্তমানে কে? তিনি কোন দেশের মাননীয় স্পিকার?
১০. কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা দিয়েছে? ভাষার জন্য রক্ত দিয়েছে কোন জাতি?
১১. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? কফি আনান জাতিসংঘের কততম মহাসচিব?
১২. আন্তর্জাতিক বিচারালয় (International Court of Justice) কোথায় অবস্থিত? CPA এর সদর দপ্তর কোথায়? |
১৩. ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে? বান্দুং কোথায় অবস্থিত?
১৪. SAARC কী? এর সদস্য রাষ্ট্রসমূহের নাম লিখুন।
গ. বিজ্ঞান ও প্রযুক্তি
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে।) ৫ x ২ = ১০
১৫. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?
১৬. ইনসুলিন কী? পাকস্থলীতে যে এসিড হয় এটির নাম কী?
১৭. কম্পিউটারের বুদ্ধি বিবেচনা আছে কি? কম্পিউটার ভাইরাস কী?
১৮. ইন্টারনেট কাকে বলে? একটি ওয়েব ব্রাউজার এর নাম লিখুন।
১৯. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? লেবুতে কোন ভিটামিন থাকে?
২০. টেলিফোন কে আকিষ্কার করেন? ফেসবুক এর প্রতিষ্ঠাতা কে?
২১. ক্রোমোজম কী? এনজিওপ্লাস্টি কী?
Previus
Next
Share This Post