প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ প্রশ্ন, ২০১৮। Gazi Online School


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি
পরীক্ষার তারিখ : ১৭.০৯.২০১৮;
প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা উত্তরপত্র ব্যবহার করুন)


( বাংলা মান : ৫০ বিষয় কোড :১০১ )

১. যেকোনো একটি বিষয়ে রচনা লিখুন :
ক. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ : ৭ মার্চ ১৯৭১-ঐতিহাসিক তাৎপর্য,
খ. ভাষা আন্দোলনের প্রভাব, বাংলা সাহিত্যে,
গ. নারীর ক্ষমতায়ন; প্রেক্ষাপট বাংলাদেশ,
ঘ. অমর একুশে গ্রন্থমেলা, ও, সুস্থ সংস্কৃতির চর্চাই রুখতে পারে সামাজিক অবক্ষয়।
২. যেকোনো একটির উত্তর দিন :
ক. ভাবসম্প্রসারণ করুন : প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
খ. সারমর্ম লিখুন :
দণ্ডিতের সাথে
দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে
সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তরে প্রাণ
ব্যথা নাহি পায় কোন, তারে দণ্ড দান
প্রবলের অত্যাচার। যে দণ্ড বেদনা
পুত্রেরে পার না দিতে, সে কারেও দিও না।
যে তোমার পুত্র নহে, তারও পিতা আছে,
মহাঅপরাধী হবে তুমি তার কাছে।
৩. পত্র লিখুন : (যেকোনো একটি) ।
ক. রাজধানীর যানজট নিরসনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র লিখুন।
খ. নির্মাণাধীন পদ্মাসেতু এলাকা ঘুরে দেখার অভিজ্ঞতা জানিয়ে ছোটট ভাইকে একটি পত্র লিখুন।
৪. বাংলায় অনুবাদ করুন :
Computer is the gift of modern science. It has helped our civilization to go a step further. Computer is now used in every sphere of our life. Computer has made our works easier and beautiful. But our opportunity to learn the art of using computer is very limited.
৫. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর লিখুন :
ক. ণত্ব বিধান বলতে কী বোঝেন? ণত্ব বিধানের চারটি নিয়ম উল্লেখ করুন।
খ. বাংলা উপসর্গযুক্ত ৫টি শব্দ লিখুন।
গ. প্রায়-সমোচ্চারিত
নিচের চারজোড়া শব্দের অর্থ লিখুন :  অন , আপন , কৃতী , অণু  , আপণ কৃতি , অর্ঘ্য , বাণ , বান
ঘ. বিপরীত শব্দ লিখুন;
তামসিক, সৌম্য, কুৎসা, একান্ন, বঙ্কিম।

ENGLISH

Marks : 50 Subject Code : 102

1. Write an essay on any one of the following topics using the given hints :
a. Ambition
b. The role of Information and Communication Technology in our everyday life.
2. Write a letter to the Editor of a leading daily newspaper describing the worsening condition of the streets of your locality.

Or, Write a letter to your friend describing on interesting event you have just enjoyed.

3. Read the following passage and answer the questions given below :

An intellectual is one who is an enlightened person. He has to give light to other who are in need of it. In every society, we find intellectuals. Such as-philosophers, scientists, scholars, writers and critics. They have a great responsibility towards society. In a society, all cannot be intellectuals. If a time comes, when all are intellectuals, it would be a blessed time indeed, but at present, at any rate, all have not equal intellect, and those who are intellectuals have the noble duty of guiding others on to the right path. If today we have our civilization and culture, if we have order and security in life and if our life is better than that of our primitive ancestors, it is because of the intellectuals from time to time have been guiding humanity on the path of felicity and amity. An intellectual should come out of his ivory tower and try to elevate others to his level. This is the theme of Tennyson's famous poem, "The Palace of Art". An intellectual has the duty of seeing the truth and teaching it others. An intellectual contemplates on the eternal laws of the universe to explore the truth. The perception of the truth is almost the same as the percetion of beauty and the duty of an intellectual to see this truth or beauty and to reveal it to others.
Questions :
a. Who are the intellectuals?

b. What are their responsibilities?

c. What do you mean by 'ivory tower'?

d. What is the theme of the poem 'The Palace of Art'?
e. What do the intellectuals reveal to others?
4. Correct any five of the following sentences:
a. Eight senior lawyers has the same opinions.
b. He gave water to the plants.
c. Ruma is in dilemma.
d. The exam will be held in time.
e. It was long since I see you last.
f. Let he go.
g. He has done the work yesterday.
5. Fill up the blanks with prepositions (any five):
a. Don't run-the sun.
b. The Royal Bengal Tiger is found-the Sundarbans.
c. You must take care - your health.
d. The boy broke the glass - pieces.
e. Jerry stood - the fire.
f. Look - the word in the dictionary.
g. The reporters look --- the matter.
6. Make sentences with any five of the following:
a. Blow down,
b. A red letter day,
c. Stand by
d. Hold out,
e. Look down upon,
f. At a glance,
i. Big guns.

সাধারণ জ্ঞান

মান : ৪০০ বিষয় কোড : ১০৪ 

ক. বাংলাদেশ বিষয়াবলি ।
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন) ৫x৩=১৫
১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? শিখা চিরন্তন কোথায় অবস্থিত?
২. বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক পদকের নাম কী? ২০১৮ সালে কতজনকে এ পদক প্রদান করা হয়েছে? তন্মধ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে কতজন এ পদক পেয়েছেন?
৩. গ্রন্থগুলোর রচয়িতাদের নাম লিখুন--
ক, হাঙর নদী গ্রেনেড।
খ. একাত্তরের দিনগুলি।
গ. একাত্তরের ডায়েরী।
৪. কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে? উন্নয়নশীল দেশ হওয়ার জন্য বাংলাদেশকে কোন তিনটি নির্ণায়ক (Criteria) পূর্ণ করতে হয়েছে?
৫. বাংলা একাডেমি কোথায় অবস্থিত? এ একাডেমি কত সালে। প্রতিষ্ঠিত হয়েছে? একাডেমির প্রথম পরিচালক কে ছিলেন?
(২.১২.১৯৫৫-২৮.০২.১৯৫৭)।
৬. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী? এ ব্যাংকের প্রধানের পদবী কী? তার স্বাক্ষরে কী কী মূল্যমানের কাগজী মুদ্রা ছাপানো হয়ে থাকে?
আন্তর্জাতিক বিষয়াবলি
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন) ৫x৩=১৫
৭. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি ও কী কী?
৮. বিশ্বের শীর্ষ শিল্প প্রধান দেশ কোনটি? বিশ্বের কোন শহর ঘড়ি শিল্পের জন্য বিখ্যাত? কোন দেশ জাহাজ শিল্পের জন্য বিখ্যাত?
৯. সার্ক এর বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি? সার্ক এর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? মোট ভূমির শতকরা হিসাবে সার্কভুক্ত কোন দেশের বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি?
১০. SDG এর পূর্ণরূপ লিখুন। এর কতটি Goal ও Target রয়েছে?
১১. মিয়ানমারের রাষ্ট্রীয় নাম কী? এ দেশের বর্তমান প্রেসিডেন্টের নাম কী? রোহিঙ্গা জনগোষ্ঠী প্রধানত মিয়ানমারের কোন রাজ্যের বাসিন্দা?
১২. প্রথম আধুনিক গ্রীষ্মকালীন অলিম্পিক কত সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? সর্বশেষ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বোচ্চ পদক প্রাপ্ত দেশের নাম কী?
বিজ্ঞান  প্রযুক্তি
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন) ৫x২=১০
১৩. ফেসবুক এর প্রতিষ্ঠাতার নাম কী? তিনি কোন দেশের অধিবাসী?
১৪. বাংলাদেশের একমাত্র কৃত্রিম ভূ-উপগ্রহের নাম কী? এ উপগ্রহের নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কী?
১৫. বায়ুর ওজন কোথায় সবচেয়ে বেশি? চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত অংশ?
১৬. সুষম খাদ্যের উপাদান কয়টি ও কী কী?
১৭. EGP-এর পূর্ণরূপ লিখুন।
১৮. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কী খাদ্য উপাদান গ্রহণ করে? কিসের অভাবে ফসলের পরিপকৃতা বিলম্বিত হয়? 

যুব ও ক্রীড়া মন্ত্রণাল হিসাবরক্ষণ কর্মকর্তানিয়োগ প্রশ্ন- ২০১৮। Gazi Online School
Previus
রেলপথ মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন- 26- 11- 2018 -Gazi Online School
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম