রেলপথ মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন- 26- 11- 2018 -Gazi Online School


রেলপথ মন্ত্রণালয় - নিয়োগ পরীক্ষা-2018
পরীক্ষার তারিখঃ 26-11-18


বাংলা মান :৫০ বিষয় কোড : ১০১

১. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন :
ক. মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও প্রশিক্ষণ;
খ. বাংলাদেশের কুটিরশিল্প-সম্ভাবনা ও করণীয়;
গ. একজন মুক্তিযোদ্ধার আত্মকথা;
ঘ. তথ্য-প্রযুক্তি ব্যবহারে নৈতিকতার ভূমিকা;
ঙ. শরৎ ঋতুর জ্যোস্না-রাতে।
২. সারমর্ম লিখুন:
হায় হায় জনমিয়া যদি না ফুটালে
একটি কুসুমকলি নয়ন-কিরণে;
একটি জীবনব্যথা যদি না জুড়ালে
বুকভরা প্রেম ঢেলে, বিফল জীবনে।
আপনা রাখিলে ব্যর্থ জীবন-সাধনা,
জনম বিশ্বের তরে, পরার্থে কামনা।
৩. ক. বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা প্রসঙ্গে পাঁচটি করণীয় উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একখান পত্র রচনা করুন।
খ. স্বজন-বিয়োগে সান্ত্বনা ও পরামর্শ প্রদান করে বন্ধুর জন্য একখানা পত্র রচনা করুন।
৪. বাংলায় অনুবাদ করুন :
Who are real friends? Their number is very small. There comes many friends in the days of prosperity. They are not only greedy of money but selfish also; they desert a friend in adversity.  A real friend stands by his friend in weal and woe and the proverb goes— 'A friend in need is a
friend indeed'.
৫. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর লিখুন : 
ক ‘ণ-ত্ব বিধান বলতে কী বোঝায়? উদাহরণসহ চারটি ‘ণ-ত্ব’ বিধান উল্লেখ করুন।
খ. বানান শুদ্ধ করুন : বিদ্দগন; মুহুর্তু, নিরশ; দূরাসা; রুগ্ন
গ. ‘পড়া’ শব্দ ব্যবহার করে পাঁচটি ভিন্নার্থক বাক্য রচনা করুন।
পড়া (অধ্যয়ন করা)–
পড়া (ক্ষমা অর্থে)–
চোখে পড়া (দেখা)—
গায়ে পড়া (অযাচিত)—
ফাঁদে পড়া (আটকে যাওয়া)—
ঘ. ‘উপ’ উপসর্গ ব্যবহার করে পাঁচটি শব্দ গঠন করে দেখান।
ঙ. অর্থ নির্ণয় করে বাগ্‌ধারা দিয়ে বাক্য রচনা করুন :বালির
বাঁধ; ষোল আনা; পগার পার তুষের আগুন; আড়িপাতা।

ENGLISH
Marks : 50 Subject Code : 102 2 1

Write an essay on any one of the following: (using the hints given below):
2. Write a letter to your younger brother explaining him on the benefits of scientific research. 10
Or Write an-application to the Upazilla Health Administrator (UHA) of your area seeking remedies against the outbreak of Dengue in your locality.
3. Read the following passage carefully and answer the questions below:
10 Constitution of any country is the supreme law of the land. Our constitution which was adopted on the 4th November, 1972 and enforced on the following 16th December has 153 articles framed in 11 division parts. Article 7 of part I explicitly established the supremacy of constitution above any law. Article 8-25 deal with the fundamental principles of state policies when Article 26-47 deal with the fundamental rights. Article 102 enables an aggrieved citizen to file a writ petition Niro where as article 142 deals with the amendmend of the constitution. So far 17 amendmends to the constitution have been brought forth, the last one being introduced in July 2018 which extended the tenure of 50 reserved seats for another 25 years, for women.

Answer the following Questions: 
a. Why do you mean by supreme law of the land?
b. How many parts and articles are there in our Constitution?
c. Which article established the supremacy of our Constitution? .
d. How many amendmends have been introduced so far in our constitution and what purpose does 17th amendmend serve for the women?
e. As per which article can a citizen file a writ petition and what article 142 is meant for?
4. Correct the following sentences (any five)
a. He prevented me to go there.
b. He has returned yesterday.
C. Do you know who am I?
d. Karim is taller than me.
e. He made a blunder mistake.
f. It has been raining from the morning.
g. Rahim is angry at him.
5. Fill in the blanks with appropriate articles/ prepositions (any five):
a. H deals — rice but does not know how to deal - people.
b. Put__ your shoes while entering a holy place.
c. He died — cholera and his younger brother died -- an accident.
d. He is - out and out honest man.
e. — honest person is respected by all.
f. She is — B.A. but her elder brother is -- M.A.
g. — English is a nation where as English is – Language.
6. Frame sentences using the following phrases and idioms (any five) :
a. A bolt from the blue
b. A bed of roses
c. Body and soul
d. In a fix
e. A dark horse
f. A red letter day
g. An easy sail.

সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলি

(যেকোনো ০৫ (পাঁচ)টি প্রশ্নের উত্তর দিতে হবে]
১ , বাংলাদেশ এর সংবিধানের নাম কী? সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? অর্থ বিল সম্পর্কে কোন অনুচ্ছেদ-এ বলা হয়েছে?
২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ-এর রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? কোন কোন পদে নিয়োগের ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রীর F পরামর্শ গ্রহণ করতে হয় না?
৩. বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা কত তারিখে দেয়া হয়েছে? এ যোগ্যতা অর্জনের জন্য কী কী মানদণ্ড পূরণ করতে হয়েছে।
৪. বাংলাদেশ এর প্রাকৃতিক গ্যাসের মজুদ এর পরিমাণ কত? সম্প্রতি দেশের কোন গ্যাসক্ষেত্র হতে গ্যাস পাওয়া গিয়াছে? বাংলাদেশের যে খনি হতে কয়লা উত্তোলন করা হচ্ছে তার নাম কী? তা কোথায় অবস্থিত?
৫. বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়টি অভিন্ন নদী আছে? কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়? বাংলাদেশে এর প্রশস্ততম নদী কোনটি?
৬. মিঠাপানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের স্থান কততম? বাংলাদেশে বসরে কী পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হয়?

আন্তর্জাতিক বিষয়াবলি;
(যেকোনো ০৫ (পাঁচ)টি প্রশ্নের উত্তর দিতে হবে]

৭. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী? জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? ILO এর পূর্ণরূপ লিখুন।
৮. সিঙ্গাপুর পূর্বে কোন দেশের অন্তর্ভুক্ত ছিল? মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম লিখুন। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
৯. সাম্প্রতিককালে সৌদি আরবের নারীরা কী অধিকার লাভ করেছে? সৌদি আরবে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত?
১০. কী কারণে থাইল্যান্ডের ১১ জন কিশোর বিশ্বের সকলের দৃষ্টি আকর্ষণ করেছে?
১১. OECD এর পূর্ণরূপ লিখুন। এই সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত? BREXIT বলতে কী বুঝায়?
১২. UN Peace Mission বলতে কী বুঝায়? IAEA-এর পূর্ণরূপ কী?
১৩. বাফার স্টেট বলতে কী বুঝায়? একটি বাফার স্টেটের নাম লিখুন।

বিজ্ঞান ও প্রযুক্তি
যেকোনো ০৫ (পাঁচ)টি প্রশ্নের উত্তর দিতে হবে]

১৪. EGP এর পূর্ণরূপ কী? বিগ ডেটা কী?
১৫. বাংলাদেশ এর দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশনটি কোথায় অবস্থিত? Software বলতে কী বুঝায়?
১৬. মানব শরীরের বৃহৎ গ্রন্থির নাম কী? ইনসুলিন এর কাজ কী?
১৭. ক্লাউড কম্পউটিং কি?
১৮. 3G ও 4G এর মধ্যে পার্থক্য কী?
১৯. মানবদেহে লিপিড কী?

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ প্রশ্ন, ২০১৮। Gazi Online School
Previus
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় ‘বিল্ডিং ওভারশিয়ার-নিয়োগ প্রশ্ন - ২০১৮
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম