অতি গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ


একটি শব্দের বিপরীত অর্থবাচক শব্দকে বিপরীতার্থক শব্দ বলে। প্রত্যেকটি শব্দের একটি বিশেষ অর্থ আছে। দুটি শব্দ যখন একটি অপরটির বিপরীত অর্থ প্রকাশ করে, তখন ঐ শব্দ দুটির একটিকে অপরটির বিপরীত শব্দ বলে।

বিপরীত শব্দ (ধাপ ০১)

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ   প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
অগ্র পশ্চাৎ   অনুকূল প্রতিকূল
অধম উত্তম   অলীক সত্য
অনুগ্রহ বিগ্রহ   আয় ব্যয়
সরল গরল   আরম্ভ শেষ
অর্জন বর্জন   আদেশ নিষেধ
অধিক অল্প   আকর্ষণ বিকর্ষণ
অন্তর বাহির   আবশ্যক অনাবশ্যক
অলস পরিশ্রমী   আকুল স্থির
অভিজ্ঞ অনভিজ্ঞ   আকাশ পাতাল
অভ্যাস অনভ্যাস   আগমন নির্গমন
অসম্মান সম্মান   অন্ধকার আলো
অস্থির স্থির   আটক মুক্ত
অস্থায়ী স্থায়ী   আস্তিক নাস্তিক
অনুরাগ বিরাগ   আসমান জমিন
ইচ্ছা অনিচ্ছা   ইষ্ট অনিষ্ট
ইতি আরম্ভ   ইতর ভদ্র
ইহলোক পরলোক   ইহকাল পরকাল
উঁচু নিচু   উদার অনুদার
উচিত অনুচিত   উর্বর অনুর্বর
উদয় অস্ত   উত্থান পতন
উৎকর্ষ অপকর্ষ   উজ্জ্বল ম্লান
উজান ভাটি   উত্তর দক্ষিণ
উৎকৃষ্ট নিকৃষ্ট   উন্নত অবনত
উপকার অপকার   উদ্ধার হরণ
একক বহু   একাল সেকাল
এঁড়ে বকনা   একুল ওকূল
এপার ওপার   ঐক্য অনৈক্য
কু সু   কুৎসা প্রশংসা
কঠিন সহজ   কৃতজ্ঞ অকৃতজ্ঞ
কৃত্রিম আসল   কল্পনা বাস্তব
কালো সাদা   ক্রোধ প্রীতি
কনিষ্ঠ জ্যেষ্ঠ   কর্মঠ অলস
কুৎসিত সুন্দর   কল্যাণ অকল্যাণ
খোলা বন্ধ   খল সাধু
খাঁটি ভেজাল   খ্যাতি অখ্যাতি
খারাপ ভালো   খুচরা পাইকারি
গরল অমৃত   গাঢ় পাতলা
গরিষ্ঠ লঘিষ্ঠ   গুরু শিষ্য
গুপ্ত ব্যক্ত   গৃহী সন্ন্যাসী
গভীর অগভীর   গ্রহণ বর্জন
ঘাটতি বাড়তি   ঘন পাতলা
ঘৃণা ভালোবাসা   ঘাত প্রতিঘাত
চেনা অচেনা   চঞ্চল স্থির
চেতন অচেতন   চোর সাধু
চালাক বোকা   চরিত্রবান চরিত্রহীন
চিরকাল ক্ষণকাল   চমৎকার খারাপ
জয় পরাজয়   জাগ্রত সুপ্ত
জন্ম মৃত্যু   জাগরণ নিদ্রা
জল স্থল   জটিল সরল
জীবন মরণ   জোরে আস্তে
জ্ঞানী মূর্খ   জ্বালা নেভা
টক মিষ্টি   ঠিক ভুল
টাটকা বাসি   ডান বাম
ঠান্ডা গরম   ডাগর ছোট
তেজ নিস্তেজ   তিরস্কার পুরস্কার
তিমির আলো   তৃপ্ত অতৃপ্ত
তরল কঠিন   তরুণ প্রবীণ
দূর নিকট   দুঃখ সুখ
দাতা গ্রহীতা   দুর্নাম সুনাম
দুর্দিন সুদিন   দুর্ভাগ্য সৌভাগ্য
দয়াবান নির্দয়   দুষ্ট শান্থ
নীরস সরস   নিঃশ্বাস প্রশ্বাস
নি¤œ উচ্চ   নিরাকার আকার
নতুন পুরাতন   ন্যায় অন্যায়
নির্মল মলিন   নির্বাক সবাক
নীরব সরব   নিরপেক্ষ সাপেক্ষ
প্রবেশ প্রস্থান   প্রবীণ নবীন
পাপ পুণ্য   পন্ডিত মূর্খ
প্রকাশ গোপন   পূর্ণ শূন্য
প্রতিযোগী সহযোগী   পূর্ব পশ্চিম
পতি পত্নী   প্রশংসা নিন্দা
ফল নিষ্ফল   বিদ্বান মূর্খ
ফর্সা মলিন   বিরাগ অনুরাগ
ফাঁপা ভরাট   বিধবা সধবা
ফকির আমির   বৃদ্ধ তরুণ
বিশ্বাস অবিশ্বাস   বিষাদ আনন্দ
ভদ্র অভদ্র   ভিতর বাহির
ভক্তি অভক্তি   ভিজা শুকনা
ভুল শুদ্ধ   মুখ্য গৌণ
ভালো মন্দ   মিলন বিরহ
ভীরু সাহসী   মিল অমিল
ভাসা ডুবা   মৃত্যু জীবন
ভরা খালি   মূর্খ জ্ঞানী
যত্ন অবহেলা   রাত দিন
যশ অপযশ   রপ্তানি আমদানি
যোজন বিয়োজন   রাগ বিরাগ
লাভ ক্ষতি   লক্ষ্মী অলক্ষ্মী
লঘু গুরু   শ্রদ্ধা ঘৃণা
লম্বা খাটো   শান্ত অশান্ত
লিপ্ত নিলিপ্ত   শীত গ্রীষ্ম
সুন্দর কুৎসিত   সুধা বিষ
স্বাধীন পরাধীন   সজীব নিজীব
সচল অচল   স্বর্গ মর্ত্য
সৌজন্য অসৌজন্য   সকাল বিকাল
সাফল্য ব্যর্থতা   সুবুদ্ধি কুবুদ্ধি
স্বদেশ বিদেশ   সুখ দুঃখ
হরণ পূরণ   হাজির গরহাজির
হার জিত   হাসি কান্না

বিপরীত শব্দ  (ধাপ ০২)

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ

অনুকূল

অলীক

আয়

আরম্ভ

আদেশ

আকর্ষণ

আবশ্যক

আকুল

আকাশ

আগমন

অন্ধকার

আটক

আস্তিক

আসমান

ইষ্ট

ইতর

ইহকাল

উদার

উর্বর

উত্থান

উজ্জ্বল

উত্তর

উন্নত

উদ্ধার

একাল

একুল

ঐক্য

কুৎসা

কৃতজ্ঞ

কল্পনা

ক্রোধ

কর্মঠ

কল্যাণ

খল

খ্যাতি

খুচরা

গাঢ়

গুরু

গৃহী

গ্রহণ

ঘন

ঘাত

চঞ্চল

চোর

চরিত্রবান

চমৎকার

জাগ্রত

জাগরণ

জটিল

জোরে

জ্বালা

ঠিক

ডান

ডাগর

তিরস্কার

তৃপ্ত

তরুণ

দুঃখ

দুর্নাম

দুর্ভাগ্য

দুষ্ট

নিঃশ্বাস

নিরাকার

ন্যায়

নির্বাক

নিরপেক্ষ

প্রবীণ

পন্ডিত

পূর্ণ

পূর্ব

প্রশংসা

বিদ্বান

বিরাগ

বিধবা

বৃদ্ধ

বিষাদ

ভিতর

ভিজা

মুখ্য

মিলন

মিল

মৃত্যু

মূর্খ

রাত

রপ্তানি

রাগ

লক্ষ্মী

শ্রদ্ধা

শান্ত

শীত

সুধা

সজীব

স্বর্গ

সকাল

সুবুদ্ধি

সুখ

হাজির

হাসি

প্রতিকূল

সত্য

ব্যয়

শেষ

নিষেধ

বিকর্ষণ

অনাবশ্যক

স্থির

পাতাল

নির্গমন

আলো

মুক্ত

নাস্তিক

জমিন

অনিষ্ট

ভদ্র

পরকাল

অনুদার

অনুর্বর

পতন

ম্লান

দক্ষিণ

অবনত

হরণ

সেকাল

ওকূল

অনৈক্য

প্রশংসা

অকৃতজ্ঞ

বাস্তব

প্রীতি

অলস

অকল্যাণ

সাধু

অখ্যাতি

পাইকারি

পাতলা

শিষ্য

সন্ন্যাসী

বর্জন

পাতলা

প্রতিঘাত

স্থির

সাধু

চরিত্রহীন

খারাপ

সুপ্ত

নিদ্রা

সরল

আস্তে

নেভা

ভুল

বাম

ছোট

পুরস্কার

অতৃপ্ত

প্রবীণ

সুখ

সুনাম

সৌভাগ্য

শান্থ

প্রশ্বাস

আকার

অন্যায়

সবাক

সাপেক্ষ

নবীন

মূর্খ

শূন্য

পশ্চিম

নিন্দা

মূর্খ

অনুরাগ

সধবা

তরুণ

আনন্দ

বাহির

শুকনা

গৌণ

বিরহ

অমিল

জীবন

জ্ঞানী

দিন

আমদানি

বিরাগ

অলক্ষ্মী

ঘৃণা

অশান্ত

গ্রীষ্ম

বিষ

নিজীব

মর্ত্য

বিকাল

কুবুদ্ধি

দুঃখ

গরহাজির

কান্না

বিপরীত শব্দ  (ধাপ ০৩)

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ

আসল

আস্থা

আগামী

আহার

আবিল

আগা

আমদানি

আশা

আগ্রহ

আনন্দ

আপন

আচার

আদি

আর্দ্র

ঈর্ষা

ঈপ্সিত

ঈষৎ

উৎসাহ

উৎপত্তি

ঊর্ধ্বগামী

ঊষা

ঊর্ধ্ব

উহ্য

ঋজু

ঐশ্বর্য

ঐতিহাসিক

ঐচ্ছিক

কঠোর

কুটিল

কাঁচা

কাঁদা

ক্লান্ত

ক্রেতা

খাদ্য

খাতক

খালি

গতি

গরম

গ্রাম

গরিব

ঘোলা

ঘটন

ছাত্র

ছেলে

ছায়া

ছোট

জোয়ার

ঝাল

ঝগড়াটে

ঝানু

ঝাপসা

ডাঁশা

ঢের

ঢালু

ত্যাগ

তিক্ত

তাপ

ধীর

ধনী

ধার্মিক

ধবল

নাস্তিক

নির্দয়

নিন্দা

নরম

নন্দিত

পুরস্কার

প্রভূ

প্রফুল্ল

প্রভাত

প্রত্যক্ষ

বিদেশ

বিচার

বন্ধু

বেশি

বিনীত

মান

মৃদু

মিথ্যা

মিত্র

মুক্ত

মেওট্ন

মলিন

রুগ্ন

রূপ

রসাল

শিক্ষিত

শুকনা

শুভ

শাসন

সুগম

সফলতা

সুশ্রী

সজ্ঞান

সম্মান

হর্ষ

ক্ষুদ্র

ক্ষমতা

নকল

অনাস্থা

গত

অনাহার

অনাবিল

গোড়া

রপ্তানি

নিরাশা

উপেক্ষা

নিরানন্দ

পর

অনাচার

অন্ত

শুষ্ক

প্রীতি

অনীপ্সিত

পর্যাপ্ত

নিরুৎসাহ

বিনাশ

নিম্নগামী

সন্ধ্যা

অধঃ

স্পষ্ট

বক্র

দারিদ্র্য

অনৈতিহাসিক

আবশ্যিক

কোমল

সরল

পাকা

হাসা

অক্লান্ত

বিক্রেতা

অখাদ্য

মহাজন

ভর্তি

স্থিতি

ঠান্ডা

শহর

ধনী

পরিষ্কার

অঘটন

শিক্ষক

মেয়ে

আলো

বড়

ভাটা

মিষ্টি

মিশুক

অপক্ব

স্বচ্ছ

পাকা

অল্প

সমতল

গ্রহণ

মধুর

শৈত্য

অধীর

দরিদ্র

পাপিষ্ঠ

কৃষ্ণ

আস্তিক

সদয়

প্রশংসা

কঠিন

নিন্দিত

তিরস্কার

ভূত্য

ম্লান

সন্ধ্যা

পরোক্ষ

স্বদেশ

অবিচার

শত্রু

কম

উদ্ধত

অপমান

তীব্র

সত্য

শত্রু

বন্দী

মুখর

উজ্জ্বল

সুস্থ

অরূপ

শুষ্ক

অশিক্ষিত

ভিজা

অশুভ

সোহাগ

দুর্গম

বিফলতা

বিশ্রী

অজ্ঞান

অপমান

বিষাদ

বৃহৎ

অক্ষমতা

বাক্য সংকোচন (এক কথায় প্রকাশ)
Previus
গণিতের সংক্ষিপ্ত প্রশ্ন (ইংরেজী ভার্সন)
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম