সারমর্ম
গুরুত্বপূর্ণ কয়েকটি সারমর্মঃ
১. বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা
২. ‘বসুমতি কেন তুমি এতই কৃপণা?’
৩. দুঃখী বলে-“বিধি নাই-নাহি বিধাতা”
৪. পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস?
৫. দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে?
৬. ধন্য আশা কুহকিনী! তোমার মায়ায়
৭. পরের কারণে স্বার্থ দিয়া বলি
৮. ক্ষমা যথা ক্ষীণ দুর্বলতা
৯. হে মহাজীবন, আর এ কাব্য নয়
১০. নদী কবু পান নাহি করে নিজ জল
১১. বহুদিন ধরে বহু ক্রোশ দূরে
১২. আমরা চলিব পশ্চাতে ফেলি অতীত
১৩. সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
১৪. আঠারো বছর বয়সে আঘাত আসে
১৫. ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল
১৬. কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর!
১৭. জাতিতে জাতিতে ধর্মে নিশিদিন হিংসা বিদ্বেষ,
১৮. হন ক্ষুদ্র গতি,
১৯. খোদা বলিবেন “হে আদম সন্তান”
২০. এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে নতুন স্থান;
২১. হউক সে মহাজ্ঞানী মহা ধনবান,
২২. যে নদী হারায়ে ¯্রােত চলিতে না পারে,
২৩. অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,
২৪. একদা ছিল না জুতা চরণ যুগলে,
২৫. হাস্য শুধু আমার সখা? অশ্রু আমার কেহই নয়?
২৬. কহিল গভীর রাত্রে সংসার বিরগী,
২৭. দেখ এই চরাচরে যে যেমর কর্ম করে,
২৮. জগতের যত বড় জয়, বড় বড় অভিযান,
২৯. যে দেশে রয়েছে মম প্রিয় পরিবার,
৩০. আমার একার সুখ, সুখ নহে ভাই,
৩১. স্বাধীনতা স্বপর্শমণি সবাই ভালোবাসে,
৩২. পাপে-পূণ্যে, দুঃখে-সুখে, পতনে-উত্থানে,
৩৩. নদী আর কালগতি একই সমান,
৩৪. শৈশবে সুদপদেশ যাহার না রোচে
৩৫. মরিতে চাই না আমি সুন্দর ভুবনে
৩৬. মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন
৩৭. হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান।
৩৮. বিশ^জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র
৩৯. তোমার মাপে হয়নি সবাই/তুমিও হওনি সবার মাপে।
৪০. পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ,
৪১. শুধু গাফলতে, শুধু খেয়ালের ভুলে,
৪২. যারে তুই ভাবিস ফণী
৪৩. রংহীন মিলহীন ভাষা এবং রাষ্ট্রে
৪৪. কহিল মনের খেদে মাঠ সমতল
৪৫. তবু আঠারোর শুনছি জয়ধ্বনি,
৪৬. আমি আলো এবং অন্ধকারকে চিনি
৪৭. ঠাঁই নাই ঠাঁই নাই-ছোট সে তরী
৪৮. গাহি তাহাদের গান -
৪৯. লক্ষ লক্ষ হা- ঘরে দুর্গত
৫০. জলহারা মেঘখানি বরষার শেষে
৫১. আমার একূল ভাঙ্গিয়াছে যেবা আমি তার কূল বাঁধি,
৫২. আমি মরু -কবি -গাহি সেই বেদে বেদুঈনদের গান,
৫৩. বন্ধু, বলিনি ঝুট, এইখানে এস লুটাইয়া পড়ে সকল রাজমুকুট
৫৪. সবারে বাসিব ভাল, করিব না আত্মপর ভেদ সংসারে গড়িব এক নতুন সমাজ।
৫৫. ফুটিয়াছে সরোবর কমল নিকর,........সকল সময়ের বন্ধু সকলের তিনি।
৫৭। দৈন্য যদি আসে, আসুক, লজ্জা কিবা তাহে?…………. ঊর্ধ্বে দু‘হাত বাড়াস।
৫৮। সার্থক জন্ম মোর জন্মেছি এই দেশে…………..মুদবো নয়ন শেষে।
৫৯। নিন্দকেরে বাসি আমি সবার চেয়ে ভালো……………….. তাহার কৃপা ভরে।
৬০। কোথায় স্বার্গ, কোথায় নরক, কে বলে তা বহু দুর?………আমাদেরই কুঁড়ে ঘরে।
৬১। নিন্দকেরে বাসি আমি সবার চেয়ে ভালো……………….. তাহার কৃপা ভরে।
৬২। কোথায় স্বার্গ, কোথায় নরক, কে বলে তা বহু দুর?………আমাদেরই কুঁড়ে ঘরে।
৬৩। তরুতলে বসে পান্থ শ্রান্তি করে দূর ……………………তুমিও হওগো ধন্য তরুর মতন।
৬৪। বিপদে মোরে রক্ষা করে, এ নহে, মোর প্রার্থনা …………………নিজের মনে না, যেন মানি ক্ষয়।
৬৫। দন্ডিতের সাথে দন্ডাদাতা কাঁদে যবে সমান আঘাতে…………মহা অপরাধী হবে তুমি তার কাছে।
৬৬। বহুদিন ধরে বহু ক্রোশ দুরে……………….একটি শিশির বিন্দু।
৬৭। আসিতেছে শুভ দিন …………. তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব-উত্থান।
Share This Post