৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, গুরুত্বপূর্ণ শূণ্যস্থান - কবিতার পরের চরণ -০৬


৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি

কবিতার পরের চরণ  লিখা


ফেব্রুয়ারীর গান

লুৎফর রহমান রিটন

দোয়েল কোয়েল ময়না কোকিল

.....................................................

পাখির গানে পাখির সুরে।

.............................................

সাগর নদীর ঊর্মিমালার। 

.................................................

নদী হচ্ছে স্রোতস্বিনী

................................................

ছড়ায় পাহাড় সুরের বাহার।

..........................................................

বাতাসে তার প্রতিধ্বনি

..........................................................

গাছের গানে মুগ্ধ পাতা

....................................................

ছন্দ-সুরে ফুলের সাথে

..............................................................

ফুল পাখি নই, নইকো পাহাড়

...........................................................

মায়ের মুখের মধুর ভাষায়

..........................................................

বাংলা আমার মায়ের ভাষা

.............................................

আমার ভাইয়ের রক্তে লেখা

.........................................................

শব্দদূষণ

সুকুমার বড়ুয়া

গরু ডাকে হাঁস ডাকে-ডাকে কবুতর

.......................................................

মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে

.........................................................

দোয়েল চড়–ই মিলে কিচির মিচির

.....................................................

শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে

.........................................................

সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন

........................................................

গলিপথে ফেরিঅলা হাঁকে আর হাঁটে

....................................................

পল্লির সেই সুরে ভরে যায় মন।

...........................................................

স্বদেশ

আহসান হাবীব

এই যে নদী

......................................................

নৌকা সারে সারে,

............................................

বসে নদীর ধারে

..............................................

মনের মধ্যে যখন খুশি

...............................................

এক পাশে তার জারুল গাছে

..............................................

এমনি পাওয়া এই ছবিটি

.............................................

মাঠের পরে মাঠ চলেছে।

............................................

নানা কাজের মানুষগুলো

.................................................

মাঠের মানুষ যায় মাঠে আর

.....................................................

দেখে দেখে একটি ছেলের

...................................................... এই ছেলেটির মুখ

.....................................................

মুখেতে টুকটুক।

...................................................

প্রশ্ন করি যখন

................................................

বলবে হেসে তখন।

.............................................................

ছবির মতো দেশ,

...................................................

নানা রকম বেশ,

............................................................ 

নেই তুলি নেই রঙ, তবুও

.........................................................

ঘাসফুল

জ্যোতিরিন্দ্র মৈত্র

আমরা ঘাসের ছোট ছোট ফুল

.....................................................

তুলো না মোদের দলে না পায়ে।

..................................................

শুধু দেখ আর খুশি হও মনে

...................................................

কেমন আমরা হেসে উঠি আর

..........................................

ধরার বুকে স্নেহ কণাগুলি

.................................................

মোরা তারই লাল নীল সাদা হাসি

.......................................................

শুনি আর দুলি বাতাসে

................................................... 

৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, গুরুত্বপূর্ণ শূণ্যস্থান কবিতার চরণ - ০৭
Previus
৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, গুরুত্বপূর্ণ শূণ্যস্থান - কবিতার পরের চরণ -০৫
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম