সময়ের মূল্য বুঝে কাজ করা উচিত....
“সময়ের মূল্যবুঝে করে যারা কাজ, তারা আজ স্মরণীয় জগতের মাঝ।”
আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন উপদেশ মূলক পোস্ট দেখে সিদ্ধান্ত নিয়ে থাকি যে আগামীকাল থেকে সফল ব্যক্তিদের মত আমিও কঠোর পরিশ্রম করবো। সারাক্ষণ বই নিয়ে পড়বো। এই জন্য হয়তো আমরা পড়ার রুটিন ও তৈরি করে থাকি। কিন্তু আর হয়ে ওঠে না। প্রায় ৯০% মানুষের জীবনে এই আগামীকাল আর আসে না। ঠিক একইভাবে পরের দিন ও মনে হয় আগামীকাল থেকে শুরু করবো। আমার প্রশ্ন হলো আগামীকাল থেকে কেন? আজ থেকে কেন নয়? এক বার ও কি ভেবে দেখেছেন আগামীকাল করে কত দিন চলে যাচ্ছে? আপনারা কি ভেবেছেন আপনার কাছে কোন অলৌকিক শক্তি আছে যে এক বার পড়লেই পড়া হয়ে যাবে? কখনোই না, সাফল্যের চূড়ায় উঠতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে। এক দিনে কখনো এভারেস্ট বিজয় হয় না। একদিনে কখনও বাংলাদেশ স্বাধীন হয় নাই। তাই বলতেছি আর আগামীকাল থেকে নয়, আজ থেকেই শুরু হোক আপনার কঠোর পরিশ্রম। সবার জন্য শুভ কামনা রইল।
Share This Post