রাস্তা মেরামত / সংস্কারের জন্য কর্তৃপক্ষের নিকট দরখাস্ত
রাস্তা মেরামত / সংস্কারের জন্য কর্তৃপক্ষের নিকট দরখাস্ত
তারিখঃ ১২-০৩-২০১৯ বরাবর নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ, লক্ষ্মীপুর। বিষয়ঃ রাস্তা সংস্কারের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগঞ্জ থেকে মাঝিরগাঁও সড়কটি অত্র এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। জেলা শহরের সাথে সংযোগ স্থাপনকারী এ রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য বাস, ট্রাক, প্রাইভেট কার ও রিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। তা ছাড়া প্রতিদিন হাজার পথচারী এ সড়কটি ব্যবহার করে। কিন্তু গত বছর বন্যার পানি নামতে দেরি হওয়ায় রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। এবারের বন্যায় রাস্তাটির স্থানে স্থানে ভাঙনের সৃষ্টি হয়ে যাতাযাতের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। কয়েক বছর পূর্বে রাস্তাটিতে ইট বসানো হয়েছিল এবং কিছু অংশ পাকা করা হয়েছিল । কিন্তু বহুদিন যাবৎ সংস্কার কাজ না হওয়ায় রাস্তার ইটগুলো খসে পড়েছে এবং কোনো কোনো স্থানের মাটিও ভেঙে পড়ে যাচ্ছে। বর্তমানে এ রাস্তা দিয়ে বাস, ট্রাক চলাচল বন্ধ হয়ে গিয়েছে। অথচ এ রাস্তার পাশেই রয়েছে বাজার, হাসপাতাল, কলেজ ও মাদ্রাসা। এখানকার কৃষকরা পরিবহনের অভাবে তাদের উৎপাদিত ফসলের ভালো দাম পাচ্ছে না। রাস্তাটির বিভিন্ন স্থানে এমনই গর্তের সৃষ্টি হয়েছে যে, যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই দুস্কর। জরুরি অবস্থায় রোগী অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেয়া সম্ভব হয় না বলে তাদের বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়। তাই রাস্তাটির আশু সংস্কারের ব্যাবস্থা করা না হলে অত্র এলাকার জনগণের দুর্ভোগের সীমা থাকবে না। ইতোপূর্বে এ ব্যাপারে কয়েকবার আবেদন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। অতএব, মহাত্মন সকাশে প্রার্থনা, অবিলম্বে রাস্তাটির সংস্কার সাধন করে অত্র এলাকার জনগণের দুর্দুশা লাবে আপনার মর্জি হয়। ইতি বিনিীত গাজী শরীফ এলাকাবাসীর পক্ষে।
Previus
Next
Share This Post