ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ২০১৮, নিয়োগ পরীক্ষার প্রশ্ন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরপরীক্ষার তারিখ : ৩০.০৮.২০১৮;
বিষয়ঃ বাংলাপূর্ণমান : ৫০, বিষয় কোড : ১০১
১. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন :
ক, জাতি গঠনে নারী সমাজের ভূমিকা;
খ. নাগরিক অধিকার ও কর্তব্য;
গ. তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ; ঘ. কারিগরি শিক্ষা;
ঙ. আমার প্রিয় লেখক।
২. সারমর্ম লিখুন :
কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে
ভাই বলে ডাকো যদি দেবো গলা টিপে।
হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা।
কেরোসিন শিখা বলে এসো মোর দাদা।
৩. ক, খাদ্যে ভেজাল ও তার প্রতিকার সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র রচনা করুন।
অথবা,
খ. কারাগারের রোজনামচা’ গ্রন্থের উপর আপনার মতামত জানিয়ে প্রবাসী কোনো বাঙালি বন্ধুর উদ্দেশ্যে চিঠি লিখুন।
৪. বাংলায় অনুবাদ করুন :
Women all over the world are treated, if we use the words of Aristotle, 'an inferior type of man.' It is so because it is the world that is controlled and dominated by men. The status of women in society is determined by the quality of participation by women in various nation building activities.
৫. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিন :
ক. সাধু ও চলিত ভাষার পাঁচটি পার্থক্য উদাহরণসহ লিখুন।
খ. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের যেকোনো পাঁচটি নিয়ম লিখুন।।
গ. প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন;
(যেকোনো পাঁচটি)।
চলন্ত, বেয়াই, সন্ন্যাসী, মেঠো, জেলে, নশ্বর, বক্তব্য, ঢাকাই ।
ENGLISH
Full Marks : 50
Subject Code : 102
1. Write an essay on any one of the following:
(a) International Mother Language Day
(b) The teacher you like best
2. Write a letter to your friend explaining him/her the match you enjoyed in the FIFA WORLD CUP 2018
Or,
b. Write a letter to your teacher requesting him to inform you about the class plan during Summer.
3. Read the passage carefully and answer the questions given below:
Michael was a poor shepherd living in the lake District of England. He was frugal and industrious. His wife, Isabella, was also hardworking. Their son Luke was the apple of their eye. He was a great comfort to them in their old age. But faced with a sudden and unexpected financial crisis, they were compelled to live without the company of their beloved son. Luke went to London to work. He was employed in a business owned by a relative. The relative was satisfied with his work. A dutiful son, Luke wrote home regularly for a year. Then his letters become irregular. He got involved in wicked activities.
Questions :
a. Who was Luke?
b. How did his parents look upon him?
c. What forced his parents to live apart from him?
d. Who was Isabella?
e. Why were Luke's letters irregular to his parents?
4. Make sentences (any five):
a. In fact-
b. Crying need-
c. By accident-
d. At stake-
e. Burning question-
f. In full swing-
g. Break the ice-
5. Correct the following sentences (any five) 05
a. Karim told me a liar.
b. It is happened recently.
c. The old man was died yesterday.
d. I know swimming.
e. It is raining for three days.
f. If I was a player
g. Who did you give the book to?
6. Fill in the blanks with appropriate prepositions (any five) :
a. He is sure his success.
b. I cannot agree your proposal.
c. Beware-pickpockets.
d. The dog barks-strangers.
e. Happiness and sorrow come turns.
f. Water is composed- hydrogen and oxygen.
g. Other sailors were all angry- the old sailor.
সাধারণ জ্ঞান
পূর্ণমান :৪০ : বিষয় কোড : ১০৪
ক. বাংলাদেশ বিষয়াবলি; মান :১৫
[০১ নং প্রশ্নসহ মোট ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে]
১. বাংলাদেশের সংবিধান কোন তারিখে কার্যকর হয়? সংবিধানে কতটি অধ্যায় এবং কতটি অনুচ্ছেদ রয়েছে? বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির নাম লিখুন। সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?
সংবিধানের ৪ (ক) অনুচ্ছেদে কি বিষয় বর্ণিত আছে?
২. ক, বাংলাদেশের জাতীয় কবির নাম কী? তিনি কোথায় জন্মগ্রহণ করেন এবং কোথায় মৃত্যুবরণ করেন?
খ. বাংলাদেশে স্থলবন্দর কতটি? যেকোনো ৩টির অবস্থানসহ নাম লিখুন।
গ. সুন্দরবনের ভৌগোলিক অবস্থান লিখুন। সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্য কী?
৩. ক. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যেকোনো ৫টি অর্জনের নাম লিখুন।
খ. তথ্য কমিশন বলতে কী বুঝায়? এর প্রধানের নাম কী?
গ. বাংলাদেশের মানবাধিকার সংস্থার প্রধানের নাম কী? এই সংস্থার মূল কাজ কী?
৪. ক, বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব খেতাব কোনটি? বীর প্রতীক খেতাব প্রাপ্ত ২ জন মহিলা মুক্তিযোদ্ধার নাম লিখুন।
খ. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলির নাম লিখুন।
গ. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি? ভারত কত তারিখ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল?
৫. ক, শিল্পাচার্য জয়নুল আবেদীনের বিখ্যাত দুইটি চিত্রকর্মের নাম লিখুন। তার জন্মস্থান কোথায়?
খ. প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নাম কী? এই মন্ত্রণালয়ের অধীনস্থ যেকোনো ১টি সংস্থার নাম লিখুন।
গ. বাংলাদেশ সরকারের প্রথম অর্থমন্ত্রীর নাম কী? বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী কতবার বাজেট ঘোষণা করেছেন? বাংলাদেশের সংবিধান মতে অর্থ বাজেটের অনুমোদন দেন কে?
খ. আন্তর্জাতিক বিষয়াবলি; মান : ১৫
[যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে]
৬. ক. পূর্ণরূপ লিখুন : MDG, ISO, BRICS, IEB,
খ. সংক্ষেপে এই সংস্থাগুলির কাজ বর্ণনা করুন: বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO), আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)
৭. ক. মিয়ানমারের পূর্ব নাম কী? এই দেশের রাজধানী ও মুদ্রার নাম লিখুন।
খ. জাম্বিয়া কোন মহাদেশে অবস্থিত?
গ. ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কী? আসিয়ানের সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
ঘ. কোন প্রণালী জাপান থেকে দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে? উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার নাম কী?
৮. ক. ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী? ব্রেক্সিট কী?
খ. ‘ট্রাফালগার’ স্কোয়ার কোথায়? এটি কি জন্য নির্মিত হয়?
গ. ‘বিগনেবন’ কী? এটি কোথায় স্থাপন করা আছে?
৯. ক. FIFA-র পূর্ণরূপ কী? ২০১৮ বিশ্বকাপ ফুটবলে মোট কতটি দেশের দল অন্তর্ভুক্ত ছিল? ব্রাজিল ও আর্জেন্টিনা দলের ক্যাপ্টেনদের নাম কী?
খ. ২০১৮ বিশ্বকাপ ফুটবল খেলা কোন দেশে অনুষ্ঠিত হয়? এই খেলা অনুষ্ঠিত হয় যেকোনো দুটি স্থানের নাম লিখুন।
১০. ক,দক্ষিণ আমেরিকা মহাদেশের যেকোনো ৩টি দেশের নাম লিখুন।
খ. নিম্নলিখিত দেশগুলির সরকার পদ্ধতি ও সরকার প্রধানের নাম লিখুন : ভুটান, ইরান, সৌদি আরব, যুক্তরাজ্য
বিজ্ঞান ও প্রযুক্তি; মান-১০
[যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে]
১১. অক্সিজেন কে আবিষ্কার করেন? এর ৩টি ব্যবহার লিখুন।
১২. গ্রীনহাউজ’ বলতে কী বুঝায়?
১৩. আলট্রাসনোগ্রাফী কী? এটি কী কাজে ব্যবহৃত হয়?
১৪. আকাশে বিজলী চমকায় কেন? বজ্রপাতে মানুষ মরে যায় কেন?
১৫. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন?
১৬. বাংলাদেশের মহাকাশ স্যাটেলাইট যানের নাম কী? এটি কবে উৎক্ষেপণ করা হয়?
১৭. চিকুনগুনিয়া জ্বর হয় কোন মশার কামড়ে?
Previus
Next
Share This Post