স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়ের উপসহকারী মেরামত প্রকৌশলী - ২০১৮ সালের নিয়োগ প্রশ্ন


স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়ের উপসহকারী মেরামত প্রকৌশলী
বাংলা মান :৫০
বিষয় কোড : ১৩১

১. যেকোনো একটি বিষয়ে রচনা লিখুন :
ক. বাংলাদেশের পর্যটনশিল্প; সম্ভাবনা, করণীয়;
খ. আইসিটি ব্যবহারে যুক্তি ও নীতি;
গ. পরিবেশ-দূষণ : পরিণাম ও প্রতিকার;
ঘ. নারীর উন্নয়ন : সমস্যা ও প্রতিকার;
ঙ. হেমন্তের এক চাঁদনি রাতে।
২. সারমর্ম লিখুন :
শৈশবে সদুপদেশ যাহার না রোচে,
জীবনে তাহার কভু মূর্খ্যতা ঘোচে।
চৈত্র মাসে চাষ দিয়া না বোনে বৈশাখে,
কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে?
সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম,
ফল কহে সে-ও অতি নির্বোধ অধম।
খেয়াতরী চলে গেলে বসে থাকে তীরে,
কীসে পার হবে তারা না আসিলে ফিরে?
৩. ক. মুক্তিযুদ্ধ- নির্ভ একটি উপন্যাসের নাম উল্লেখ করে সেটি পাঠের অনুভূতি প্রকাশ করে বন্ধুর জন্য একখানা পত্র রচনা করুন।
অথবা,
খ. ‘ডেঙ্গুজ্বর’ রোগের ভয়াবহতা বর্ণনা করে পাঁচটি করণীয় উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একখানা পত্র রচনা করুন।
৪. বাংলায় অনুবাদ করুন :
A good teacher is one of the most important people in any country. A good teacher makes lesson interesting and keeps learners awake. He also makes them confident and proves them wise. Everybody has something valuable inside him. A good teacher discovers the treasure hidden inside each learner.
৫. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর লিখুন :                                                                         ৫x৩= ১৫
ক ষ-ত্ব বিধি বলতে কী বোঝায়? উদাহরণসহ চারটি ‘ষ-ত্ব বিধির উল্লেখ করুন।
খ. বানান শুদ্ধ করুন : নিঃরব; পুরুষ্কার; মুহুর্তু, রুগ্ন; রবিন্দ্র
গ. ‘সু' উপসর্গ দিয়ে পাঁচটি শব্দ গঠন করুন।
ঘ, সমোচ্চারিত বা প্রায়-সমোচ্চারিত শব্দজোড়ের অর্থ লিখুন :
নিতি-নীতি; বিত্ত-বৃত্ত; দেশ- দ্বেষ; অংশ-অংস; বা-ধাঁ।
ঙ. কাঁচা’ শব্দ ব্যবহার করে পাঁচটি ভিন্নার্থক বাক্য রচনা করুন।
ENGLISH
Marks : 50
Subject Code : 102 
1. Write an essay on any one of the following:                                                         (a) Bangabandhu Satellite-1
(b) Community Clinic

2. a. Write an application to the Mayor of your municipality requesting financial support for a sports club in your locality.
Or,
(b) Write a letter to your sister telling her about your recent visit to a tree fair.
3. Read the following passage carefully and answer the questions below:
One day the old emperor Shah Jahan became ill. His son Aurangzeb, who always wanted to be the Emperor, put his father in a jail. Jahanara Begum, daughter of Shah Jahan, did not leave her father and went to jail along with him. She said, "I shall share the sufferings of my father. He needs me in his old age, and I shall never leave him." Shah Jahan lived in the jail for seven years and then he died. During that period Princess Jahanara stayed with him and took care of him. After the death of her father she returned to her own palace. She continued to live there and spent the rest of her life serving the needy and poor. Before her death she gave away all her wealth to the poor. Questions : a. Why did Aurangzeb put Shah Jahan in a jail?
Questions:
(a) Why did aurangzed put shah jahan in a jail?
(b) What did Princess Jahanara d o when Shah Jahan was imprisoned?
(c) How long did Shah Jahan live in prison?
d. When did Jahanara return to her own palace?
(e) What did Princess Jahanara do before she died?
4. Correct the following sentences (any five)
1. Give me a pen to write.
2. The English is spoken by English.
3. Yesterday my teacher told that the earth moved round the sun.
4. She told me that she will come soon.
5. One of the three boys are from our school.
6. How fast he drives?
7. This room is our.
5. Make sentences with the following phrases/ idioms (any five):
(a) All at once---
(b) In deep water---
(c) Give up ---
(d) For good---
(e) Run away---
(f) Bear out---
(g) On the verge of---
6. Fill in the blanks with appropriate prepositions (any five):
a. The country is rich --- natural resources.
b. The man was found guilty -- treason.
c. Diligence is the key—success.
d. Divide the money -- half.
e. She was a victim --- circumstance.
f. He has a passion --- music.
g. He provided the boy –- a job
সাধারণ জ্ঞান।
মান :৪০ বিষয়
কোড : ১০৪
বাংলাদেশ বিষয়াবলি
[যেকোনো ০৫ (পাঁচ)টি প্রশ্নের উত্তর দিতে হবে                                              ৩x৫=১৫
১. একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে মোট কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত। ছিল? ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।
২. ঢাকা বিশ্ববিদ্যালয় কত তারিখে প্রতিষ্ঠা লাভ করে? এই বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি মুসলিম উপাচার্য কে ছিলেন? অপরাজেয় বাংলা এর স্থপতির নাম কী?
৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ ও কয়টি তফসিল রয়েছে? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র’ এই সংবিধানের কততম তফসিলে অন্তর্ভুক্ত রয়েছে?
৪. বাংলাদেশে উৎপন্ন ধানকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয় ও কী কী? পাটের জীবন রহস্য আবিষ্কারকের নাম কী?
: inherit;">৫. বাংলাদেশের সবচেয়ে উত্তরের এবং সবচেয়ে দক্ষিণের জেলা দুটির নাম কী? বাংলাদেশের বৃহত্তম হাওর এর নাম কী?
৬. বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নকারী সংস্থা/প্রতিষ্ঠানের নাম কী? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত হরাও মেয়াদের জন্য প্রণয়ন করা হয়েছিল? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
৭. বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতির নাম কী? বাংলাদেশের পক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকে কোন কোন খেলোয়াড় পাঁচটি করে উইকেট লাভ করেছেন?
আন্তর্জাতিক বিষয়াবলি;
৮. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? এ প্রতিষ্ঠানের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর নাম লিখুন।
৯. কোন কোন ক্ষেত্রে অবদানের জন্য অস্কার ম্যানবুকার ও . ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়?
১০. বিশ্বব্যাংকের সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ পাঁচটি অর্থনৈতিক শক্তিধর দেশের নাম মানের উচ্চ ক্রমানুসারে লিখুন।
১১. কত তারিখে চাঁদে প্রথম মানুষ অবতরণ করে? চন্দ্রযান ও চন্দ্র অভিযানের নাম কী ছিল?
১২. দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের পূর্ণনাম কী? তিনি কত সালে সেই দেশের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন? তাঁর রাজনৈতিক দলের নাম কী ছিল?
১৩. IAEA-এর পূর্ণরূপ লিখুন। এ সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
১৪, ২০১৮ সালের টি-২০ মহিলা এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট কোন্ দেশে অনুষ্ঠিত হয়েছে? এ খেলায় কোন কোন দেশ চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছিল?
বিজ্ঞান ও প্রযুক্তি
১৫. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? বায়োগ্যাসের প্রধান উপাদান কী?
১৬. CPU-এর পূর্ণরূপ লিখুন?
১৭. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন? কোন্ ভিটামিন মানুষের ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
১৮. পরিবেশ দূষণ প্রধানত কী কী?
১৯. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী? শব্দের তীব্রতা মাপা হয় কী দিয়ে?
২০. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কী খাদ্য উপাদান গ্রহণ করে? কিসের অভাবে ফসলের পরিপকৃতা বিলম্বিত হয়?
২১. হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? বাংলাদেশের সর্বশেষ কত সালে এ ধূমকেতু দেখা দিয়েছিল?

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র স্টাফ নার্স, ২০১৮ সালের নিয়োগ প্রশ্ন
Previus
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ২০১৮, নিয়োগ পরীক্ষার প্রশ্ন
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম