বিজ্ঞাপন - অনুচ্ছেদ


বিজ্ঞাপন - অনুচ্ছেদ

বিজ্ঞাপন প্রচার আধুনিক সময়ে খুবই বিশেষ এক কর্মকান্ডে পরিণত হয়েছে। আজকের ব্যবসায় জগতে চাহিদার তুলনায় উৎপাদন বেশি। নিজেদের দ্রব্য ক্রয় করার অন্য ক্রেতাদেরকে প্ররোচিত করার ক্ষেত্রে একই দ্রব্য উৎপাদনকারী বিভিন্ন উৎপাদকদের মধ্যে বিরাট প্রতিযোগিতা রয়েছে। তারা সবসময় ভোক্তাদের তাদের পণ্যের নাম ও গুণাবলি সম্পর্কে স্বরণ করিয়ে দেয়। বিজ্ঞাপনের মাধ্যমে তারা এটি করে থাকে। উৎপাদনকারীরা সংবাদপত্র ও অন্যান্য পোস্টারে বিজ্ঞাপন দিয়ে থাকে। মাঝে মাঝে বণিজিংক রেডিও কর্মসূচিতে তাদের দ্রব্যের নামে সে গান পরিবেশন করে থাকে।

সে এই দ্রব্যের নমুনা প্রদান করার ক্ষেত্রে আকর্ষণীয় সুন্দরী মেয়েদের নিয়োগ দিয়ে থাকে। সে বিজয়ীদের জন্য পুরস্কারের মাধ্যমে প্রতিযোগিতার আয়েজন করে থাকে। সে প্রায়ই স্থানীয় সিনেমার পর্দায় বিজ্ঞাপন দিয়ে থাকে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, টেলিভিশন রয়েছে এমন দেশগুলোতে । সে বিজ্ঞাপনগুলো এমন অনুষ্ঠানের মধ্যে ঢুকিয়ে দেয়া হয় যেগুলো তা গ্রহণ করবে। 

নৃতাত্ত্বিক জনগোষ্ঠী - অনুচ্ছেদ
Previus
E-mail about attending the seminar on language study.
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম