নৃতাত্ত্বিক জনগোষ্ঠী - অনুচ্ছেদ


নৃতাত্ত্বিক জনগোষ্ঠী - অনুচ্ছেদ

বাংলাদেশে বাস করা এসব নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকাংশেরই কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। তাদের নিজস্ব জীবনধারা আছে। তারা ‘মাচাং’নামে বাঁশ বা কাঠের মাচার ওপর বাড়ি তৈরি করে। তাদের প্রধান খাদ্য হলো ভাত। তারা শাকসবজি, ভূট্টা ও মাছ, হাঁস-মুরগি ও মাংস খেয়ে থাকে। তাদের রান্নাঘরের সরঞ্জাম হলো বাাঁশ, কাঠের ও মাঠটর পাত্র যেগুলো তারা নিজেরাই তৈরি করে। পুরুষরা লুঙ্গি পরে আর মহিলারা পরে থামি বা সারং ও অঙ্গি। মহিলারা নিজেরাই তাদের কাপড় বুনে থাকে।

শিকার করা ও মাছ ধরা তাদের প্রিয় অবসর বিনোদন। তারা গান, নাচ, নাট্যমঞ্চ ও মেলা পছন্দ করে। ব্যবৃত তিহ্যবাহী সংগীত সরঞ্জামগুলো হলো মহিষের শিং থেকে তৈরি বাঁশি, ঢোল ও বাশের বাঁশি। কুস্তি তাদের কাছে খুব জনপ্রিয় একটি খেলা। 

ক্রিকেট - অনুচ্ছেদ
Previus
বিজ্ঞাপন - অনুচ্ছেদ
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম