ব্যবসায় - বাণিজ্য সংক্রান্ত পত্র
গুরুত্বপূর্ণ ব্যবসায় - বাণিজ্যিক পত্রের নমুনা
১. ডাকযোগে ওষুধ/বই চেয়ে কর্তৃপক্ষের কাছে একটি চিঠি লেখ।
২. প্রেরিত ওষুধ সম্পর্কে অভিযোগের চিঠি লেখ।
৩. কোনো পুস্তক ব্যবসায়ীর নিকট ভি.পি.পি. যোগে পুস্তক সরবরাহের উদ্দেশ্যে একটি চিঠি লিখ।
৪. কোনো প্রতিষ্ঠানের দ্রব্যসামগ্রীর মূল্য তালিকা চেয়ে চিঠি লেখ।
৫. কোনো বানিজ্যিক প্রতিষ্ঠানের কাছে মাল সরবরাহের জন্য চিঠি লেখ।
৬. পূববর্তী চিঠির উত্তর তৈরি করো।
৭. ভাড়াটিয়া চুক্তিপত্র তৈরি করো।
১। বই ভিপিপি করে পাঠানোর জন্য পুস্তক ব্যবসায়ীর নিকট পত্র লেখ।
২।
৩।
Share This Post