নিমন্ত্রণপত্র/আমন্ত্রণপত্র


গুরুত্বপূর্ণ কিছু নিমন্ত্রণপত্র/আমন্ত্রণপত্রঃ- 

১. তোমার কলেজের শিক্ষ সপ্তাহে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য একজন খ্যাতিমার সাহিত্যিককে আমন্ত্রণ জানিয়ে পত্র লেখ।

২. তোমার কলেজে নজরূল জয়ন্তী/সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যাপন উপলক্ষে একখানি নিমন্ত্রণ পত্র লেখ।

অথবা, কোনো একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানিয়ে একখানি পত্র রচনা কর।

অথবা, রবীন্দ্র জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র লেখ।

৩. তোমার কলেজে ‘স্বাধীনতা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের একখানি নিমন্ত্রণ পত্র লেখ।

অথবা, বিজয় দিবস উপলক্ষে একখানি নিমন্ত্রণ পত্র লেখ।

৪. মিলাদের দাওয়াত পত্র রচনা কর।

৫. বিবাহের নিমন্ত্রণ পত্র রচনা কর।

৬. কলেজে নাট্যানুষ্ঠানের নিমন্ত্রণ পত্র লেখ।

অথবা, কোনো কলেজের নাট্য ও প্রমোদ হিসেবে তুমি একটি দাওয়াত/আমন্ত্রণ পত্র রচনা কর।

৭. একটি সভা-সমিতির নিমন্ত্রণ পত্র রচনা কর।

৮. জন্মদিন উপলক্ষে নিমন্ত্রণ পত্র তৈরি কর।

৯. হালখাতার নিমন্ত্রণ পত্র তৈরি কর।

১০. ক্রীড়ানুষ্ঠানের একখানি নিমন্ত্রণ পত্র লেখ।

১১. একুশে ফেব্রুয়ারি উদ্যাপন উপলক্ষে একখানি নিমন্ত্রণ পত্র লেখ।

১২। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উপলক্ষে ক্রীড়া সম্পাদক হিসেবে  আমন্ত্রণপত্র 

১৩। বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমন্ত্রণ পত্র লিখ।  

ব্যবসায় - বাণিজ্য সংক্রান্ত পত্র
Previus
সংবাদপত্রে প্রকাশের পত্র
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম