সংবাদপত্রে প্রকাশের পত্র
কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদপত্রে প্রকাশের জন্য পত্রঃ-
(১) পানীয় জলে আর্সেনিক দূষণে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র
(২) বিদ্যুৎ বিভ্রাট নিরসনকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রের প্রকাশের উপযোগী পত্র
(৫) সড়ক দুর্ঘটনা রোধকল্পে অভিমত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ।
(৬) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে জনমত তৈরি করার জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র লেখ।
(৭) ডাকঘর স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় পত্র লিখ।
(৮) বন্যার্তদের সাহায্যের আবেদন জানিয়ে পত্রিকা সম্পাদকের নিকট পত্র লিখ।
(৯) যানজট নিরসনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখ।
(১০) জাতীয় জীবনে দুর্নীতি রোধ প্রসঙ্গে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংবাদপত্রে প্রকাশ্যে জন্য একটি পত্র লেখ।
(১১) ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র রচনা কর।
(১৫) ঘূর্ণিদুর্গতদের সাহায্যের আবেদন জানিয়ে পত্রিকা সম্পাদকের নিকট একখানা পত্র লেখ।
(১৬) তোমার এলাকায় বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একখানা পত্র রচনা কর।
(১৭) বিশুদ্ধ পানীয় জলের অভাব জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদপত্রে একপিট পত্র লেখ।
(১৯)মশার উপদ্রব নিবারণের জন্য কর্তৃপক্ষের সহায়তা কামনা করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র রচনা কর।
২০. তোমার গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে একটি পত্র লেখ।
২১. পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশে প্রতি বছর বৃক্ষরোপণ সপ্তাহ পালন করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখ।
২২. সড়ক দুর্ঘটনা রোধের উপায় জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী পত্র রচনা করো।
অথবা, “নিরাপদ সড়ক চাই” এই শিরোনামে পত্রিকায় প্রকাশ করার উপযোগী পত্র রচনা করো।
২৩. শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত করার সপক্ষে যুক্তি দেখিয়ে সংবাদপত্রে একটি পত্র লেখ।
২৪. দ্রব্যমূল্য বৃদ্ধির ফরে তোমার এলাকায় দরিদ্র মানেুষের যে কষ্ট হচ্ছে তা জানিয়ে সংবাদপত্রে একটি চিঠি লেখ।
২৫. তোমার এলাকায় আর্সেনিকমুক্ত পানীয় জলের জন্য জনস¦াস্থ্য হুমকির সম্মুখীন। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকার উপযোগী একটি পত্র রচনা করো।
অথবা, পানীয় জলের ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ পত্রে প্রকাশের উপযোগী করে একটি পত্র লেখ।
২৬. বিদ্যুৎ বিভ্রাটে/লোডশেডিং নিরসনকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে একটি পত্র লেখ।
বা, তোমার এলাকার মাত্রাতিরিক্ত লোডশেডিং-এর প্রতিকার চেয়ে সংবাদপত্রে একটি পত্র লেখ।
২৭. তোমার এলাকায় পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে একটি পত্র লেখ।
২৮. সংবাদপতে প্রকাশিত মিথ্যা খবরের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের নিকট একটি পত্র লেখ।
২৯. তোমার এলাকার ক্রমবর্ধমান ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে/আইন-শৃঙ্খলা পরিস্থিতিরি অবনতির কথা জানিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে সংবাদপত্রে একটি পত্র লেখ।
৩০. তোমাদের গ্রামে বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে একটি পত্র লেখ।
৩১. রাস্তা সংস্কারের জন্য সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখ।
৩২. তোমার এলাকার বন্যার্তদের সাহায্যের আবেদন জানিয়ে সংবাদপত্রে একটি পত্র লেখ।
অথবা, তোমার এলাকার বন্যাকবলিত দুর্গত মানুষের ত্রাণ পুনবার্সনের জর্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে একটি পত্র লেখ।
৩৩. পাবলিক পরীক্ষা নকল বন্ধ করার পক্ষে যুক্তি দেখিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখ।
৩৪. পরীক্ষাকে দুর্নীতিমুক্ত রাখার সপক্ষে যুক্তি দেখিয়ে সংবাদপত্রে একটি পত্র লেখ।
৩৫. দেশের বর্তমান যুব সমাজের নৈতিক অবক্ষয় রোদের উপায় সম্পর্কে তোমার মতামত সংবাদপত্রে প্রকাশের জন্য একটি চিঠি লেখ।
৩৬. ‘নিরক্ষরতা একটি অভিশাপ’-এ সম্পর্কে জনমত গঠনের জন্য সংবাদপত্রে একটি পত্র লেখ।
৩৭. ইভটিজিং থেকে পরিত্রাণের জন্য গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পত্রিতায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখ।
৩৮. দেশের বর্তমান যুবসমাজের মাদকাসক্তির ও নৈতিক অবক্ষ রোধে উপায় সম্পর্কে মতামত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি চিঠি লেখ।
Share This Post