৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শূণ্যস্থান -০১


রাজউক কলেজ ভর্তি

পাঠ্য বইয়ের শূণ্যস্থান অনুশীলন

পাঠ -০১


১. আমাদের ...............................যে আমরা এদেশে জন্মেছি।

২. আমাদের দেশে রয়েছে সুন্দর ...............................।

৩. কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের......................।

৪. একই দেশ, একই মানুষ অথচ কত .......................।

৫. দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, .................., পাহাড়, সমুদ্র, এইসব।

৬. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই ........................ হয়ে উঠবে আমাদের জীবন।

৭. আমাদের বাংলাদেশের বাইরেও অনেক ................... আছে।

৮. সবাই আমরা পরস্পরের..............................।

৯. ................... হলো জননীর মতো।

১০. আমাদের ................... যে আমরা এদেশে জন্মেছি।

১১. বাংলাদেশ ........................... সৌন্দর্য্যে ভরপুর।

১২. প্রকৃতির অপার ............. সমুদ্রের নিচে রয়েছে।

১৩. বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে .................... বেঙ্গল টাইগার।

১৪. বাঘ দেকতে যেমন সুন্দর তেমনি আবার ......................।

১৫. রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের ................. সম্পদ।

১৬. শকুন বাংলাদেশের এখন .................... প্রায় পাখি।

১৭. বিদ্যুৎ চমকালে ........................ কেঁপে ওঠে বলে মনে হতে পারে।

১৮. ............... পতনের মূল।


১৯. কী হয়েছে, এত ................. হয়ে আছ কেন?

২০. বনের সিংহ .................... দিলে মানুষের মনে ভয় জাগে।

২১. নিচের কলমটা খুঁজে না পেয়ে সে ....................... বাধিয়ে দিয়েছে।

২২. ......................... ওপারে কী আছে কেউ জানে না।

২৩. মেজাজ ............................. বলে তার কাছে কেউ ঘেঁঘতে চায় না।

২৪. তুমি এত ............................. কেন? কী হয়েছে।

২৫. আমরা ....................... দেশের অধিবাসী।

২৬. ....................... পতনের মূল।

২৭. চেহারা নয়, আসল ................ হলো মানুষের মন।

২৮. মনে ................. থাকলে কোনো কিছু করা সম্ভব নয়।

২৯. ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ................ রয়েছে।

৩০. সন্ধ্যাবেলায় পায়ে হাতে ....................... বাঁধে সে।

গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ- বাংলা ব্যাকরণ
Previus
৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শব্দার্থ -০৫
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম