৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শব্দার্থ -০৫


রাজউক ভর্তি পরীক্ষা

বাংলা গুরুত্বপূর্ণ শব্দার্থ

শব্দার্থ (Part:05)


ভ’ সিরিয়াল

ভয়ঙ্কর - ভীষণ, ভীতিজনক, অত্যন্ত।

ভাষণ - বক্তৃতা, বিবৃতি, উক্তি।

ম’ সিরিয়াল

মহানবি - আল্লাহর পয়গম্বর; রাসুল; প্রেরিত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ যিনি। শেষ নবি হযরত মুহাম্মদ (স)-কে মহানবি হিসেবে আখ্যায়িত করা হয়।

মজলুম - অত্যাচারিত, নির্যাতিত।

মহান - শ্রেষ্ঠ, মহৎ, উদার।


মনস্বী - উদারমনা।

মহাকলরব - কলরব শব্দের অর্থ অনেক মানুষের গলায় এক সাথে চেঁচামেচি,আওয়াজ।

মহাকলরব অর্থ-ভীষণ চিঙ্কার, চেঁচামেচি।

মায়াবতী - দয়া, মমতা আছে যে নারীর।

মালিশ - যে ঔষুধ বা মলম চেপে-চেপে শরীরে লাগাতে হয়, মালিশ।

মিলিটিরি - সামরিক বাহিনী। গল্পে পাকিস্তানি হানাদার বাহিনীকে বোঝানো হয়েছে।

মুক্তিকামী - স্বাধীনতাকামী।

মুক্তিবাহিনী - শত্রুর দখল থেকে দেশকে রক্ষা করার জন্য লড়াই করেছিল যে সেনাদল।

মুক্তিযাদ্ধো - যিনি স্বাধীনতা বা মুক্তির জন্য যুদ্ধ করেন।

মুগ্ধ - বিমোহিত, আনন্দিত মেদিনী - ভূপৃষ্ঠ, পৃথিবী মাহে - অজ্ঞান, মায়া, মূর্ছা

মৃৎশিল্প - মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মৃৎশিল্প।

য’ সিরিয়াল

যশস্বী - বিখ্যাত, কীর্তিমান।

যিলকাদ - আরবি বছরের একটি মাসের নাম।

র’ সিরিয়াল

রয়েল - রাজকীয়।

রক্তরঞ্জিত - রক্ত দিয়ে লাল করা হয়েছে যা।

রক্ষী - প্রহরী, সেনা।

রাজপ্রাসাদ - রাজপুরি বা রাজবাড়ি

শ’ সিরিয়াল

শখ। - মনের ইচ্ছা, রুচি।

শখের হাঁড়ি - শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয়, তাই এর নাম শখের হাঁড়ি।

শক্তিধর - শক্তি আছে যার।

শঙ্কিত - ভীত।


শব্দদূষণ। - অত্যন্ত কোলাহলে শব্দদূষণ ঘটে।

শালবন বিহার - কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন। অষ্টাদশ শতকের এই পুরাকীর্তি বাংলাদেশের প্রাচীন সভ্যতার পরিচায়ক। শালবন বিহারেও পাওয়া গেছে নানা ধরনের পাড়োমাটির ফলক।

শাহানশাহ - বাদশাহ, রাজাধিরাজ।

শাহজাদা - বাদশার পুত্র।

শায়িত - শুয়ে আছে এমন।

শায়েস্তা - শাস্তি, জব্দ।

শির - মাথা।

শিল্পী - যিনি কোনো শিল্পকলার চর্চা করেন তিনিই শিল্পী। যেমন- সঙ্গীতশিল্পী, চিত্রশিল্পী।

স’ সিরিয়াল

সংকল্প - প্রতিজ্ঞা।

সরকার - দেশ চালায় যে।

সমতল ভূমি - যে জমি উঁচুনিচু নয়, পাহাড়ী নয়, তাকেই সমতল ভূমি বলে।

সমস্বরে - একসঙ্গে শব্দ করা বা কথা বলা।

সম্মেলন - জনসমাবেশ।

সমাবেশ - একত্রে অবস্থান।

সার্থক - সফল।

সাংগ্রাই - রাখাইনদের নববর্ষ উৎসব।

সিন্ধু - সাগর।

সের - পুরনো পদ্ধতির ওজন মাপার একক ( ১ সের= প্রায় ০.৯৩৫ কেজি)।

স্বাদ - খেতে ভালো লাগে এমন।

স্বজন - নিজের লোক, অত্মীয়, বন্ধুবান্ধব।

স্বর্ণলতা - সোনালি রঙের বুনো লতা। অনেক সময় পথের ধারের গাছগাছালি ভরে থাকে। এই লতা আপনা-আপনি জন্মায়। সৌভাগ্য - ভালো ভাগ্য।

সম্ভার - বিভিন্ন উপাদান, বিভিন্ন জিনিস।

স্রোতস্বিনী - নদী।

হ’ সিরিয়াল

হানাদার - আক্রমণকারী।

হুঙ্কার - চিৎকার।

হজ - হিজরি জিলহজ মাসের ৯ তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবার তওয়াফ সংবলিত ইসলামি অনুষ্ঠান।

হিজরি - যিশুখ্রিষ্টের জন্মের ৬২২ বছর পরে হযরত মুহাম্মদ (স)-এর মক্কা ত্যাগ করে মদিনায় গমনের (হিজরতের) দিন থেকে গণিত চান্দ্র অব্দ বা বছর।


৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শূণ্যস্থান -০১
Previus
৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শব্দার্থ -০৪
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম