৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শব্দার্থ -০৪


৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি

বাংলা গুরুত্বপূর্ণ শব্দার্থ

শব্দার্থ (Part:04)


প’ সিরিয়াল

 পরস্পর - একের সঙ্গে অন্যের।

পরাধীন - পরের অধীন, স্বাধীন নয়।

পন্থা - পথ।

পট্টি - কাপড়ের লম্বা টুকরা।

এটা দিয়ে শরীরের কোনো স্থান বাধা থাকে।

পর্যবেক্ষণ - কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা।

পাখপাখালি - নানা ধরনের পাখি।

পাষন্ড- - নির্দয়।

পান্ডিত্যপূর্ণ- জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ।

পুঁটলি - বোঁচকা।

প্রাচীনতম - প্রাচীন হলো পুরাতন বা বহুকাল আগের কিছু। এর মধ্যে সবচেয়ে প্রাচীন হলে তম যোগ করা হয়।

প্রান্তর - মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভুমি।

প্রতিবাদী - যে কোনো উক্তির বিরুদ্ধে যারা আপত্তি জানায়।

প্রতিধ্বনি - বাতাসে ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে প্রতিধ্বনি বলে।

প্রবাসী - ভিন্নদেশে যে বাস করে।

প্রবাহিত হওয়া - বয়ে চলা, গড়িয়ে গড়িয়ে চলা।

প্রবেশিকা/প্রবেশিকা পরীক্ষা। - আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। প্রবেশিকা পাস করলে কলেজে প্রবেশ করা যেত। তাই নাম হয়েছিল প্রবেশিকা।

প্রত্নতাত্ত্বিক -  প্রত্ন শব্দের অর্থ অতি পুরাতন বা প্রাচীন। এই স¤পর্কিত যে তত্ত্ব তাকে বলা হয় প্রত্নতত্ত্ব। তবে, প্রাচীন কালের জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা ইত্যাদি বিচার করে এবং ইতিহাস খুঁজে যা বের করা হয় বা যেভাবে বের করা হয় তাকে বলে প্রত্নতাত্ত্বিক।

প্রপাত - উচ্চস্থান থেকে নিম্নস্থানে বেগে পতন ।

প্রক্ষালন - ধোওয়া, পানি দিয়ে পরিষ্কার করা।

ফ’ সিরিয়াল

ফরমায়েস - হুকুম, আদেশ।

ফুরসত - অবসর, অবকাশ, ছুটি।

ফেরিঅলা - রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন।

ফোটে - প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে।

ব’ সিরিয়াল

বরণ - সাদরে গ্রহণ।

বরকন্দাজ - পাহারাদার। জমিদার বাড়িতে বরকন্দাজ থাকে।

বজ্র - ভীষণ শব্দ করে ঝড়ের আকাশে বিদ্যুৎ প্রকাশ পাওয়া, বাজ।।

বঙ্গবন্ধু - জাতির জনক শেখ মুজিবুর রহমানের উপাধি।

 বর্গি - মারাঠা দস্যু।

 বরেণ্য - মান্য।

 বাহার -  সৌন্দর্য।

বারি - পানি। (শব্দটি শুধু কবিতায় ব্যবহৃত হয়।) 

দাস - গোলাম; 

বিজু - চাকমাদের নববর্ষ উৎসব।

বিজয়স্তম্ভ - কোনো কিছু জয় করার পর যে স্তম্ভ নির্মাণ করে বিজয় ঘোষণা করা হয়।

বিবিসি - যুক্তরাজ্যের বেতার কেন্দ্রের নাম।

বিলুপ্ত - যা লোপ পেয়েছে।

বিস্বাদ - খেতে মজা নয় এমন।

বিষ-নজর - হিংসাপূর্ণ দৃষ্টি, কুনজর।

বেলাভূমি - সমুদ্রের তীরে বালুময় স্থান।

বেণুবন - বঁশবাগান।

বৈচিত্য - বিভিন্নতা।

বাঁশের কেল্লা - বাঁশ দিয়ে তৈরি কেল্লা বা দুর্গ।

৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শব্দার্থ -০৫
Previus
৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শব্দার্থ -পার্ট - ৩
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম