পাখি ও মৌমাছির গল্প...


পাখি ও মৌমাছি [দৃষ্টিভঙ্গী ইতিবাচক রাখা]

একদিন সকালবেলা একটি পাখি একটি গাছের ডালে এসে বসল। গাছের অন্য ডালে একটি মৌমাছির বাসা ছিল। বাসা থেকে বের হয়ে মৌমাছিটি পাখিটির সামনে দিয়ে উড়ে যাচ্ছিল। পাখিটি মৌমাছিটিকে কাছে ডেকে বল, “কেমন আছ মৌমাছি ভাই?” মৌমাছিটি উত্তর দিল, “ভাল। তুমি কেমন আছ?” পাখি বলল, “ভাল। অনেক দিন ধরেই তোমাকে একটি কথা বলব বলব ভাবছি।” মৌমাছি জিজ্ঞেস করল, “কী কথা পাখি ভাই?” পাখিটি বল, “মধুর জন্য তুমি কত কঠোর পরিশ্রম কর, কিন্তু লোকজন তোমাকে না জানিয়েই তা নিয়ে যায়। এতে তোমার দুঃখ হয় না?” মৌমাছিটি উত্তরে বলল, “না।” পাখিটি অবাক হয়ে জিজ্ঞেস করল, “কেন?” হাসিমুখেই মৌমাছি জবাব দিল, “কারণ তারা কখনই আমার মধু তৈরির শিল্পকে আমার কাছ থেকে চুরি করতে পারবে না।” আমাদের উচিতঃ *** নিজের দৃষ্টিভঙ্গী সবসময় ইতিবাচক রাখা।  *** আমাদেরকে ছোট্ট মৌমাছির মত হওয়ার চেষ্টা করতে হবে। মৌমাছিটি আকারে ছোট হলেও হৃদয়ের দিক দিয়ে ছিল অনেক মহৎ।

ঐতিহাসিক স্থান ভ্রমনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে পত্র
Previus
আল্লাহ যা করেন তাঁর বান্দার ভালোর জন্যই করেন......
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম