বাণিজ্যমেলার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র


বাণিজ্যমেলার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র

প্রিয় সুরভী, প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। তুটি ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা’ সম্পর্কে জানতে চেয়েছ। সে বিষয়ে তোমাকে কিছু লিখছি। বিশ্বের অনেক দেশেই আয়োাজন করা হয় আন্তর্জাতিক বাণিজ্যমেলা। আমাদের দেশের রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতেও প্রতি বছর এ মেলার আয়োজন করা হয়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘৯৫ দিয়ে এ আয়োজনের সূচনা। জাতীয় এবং আন্তর্জাতিক শিল্পপতি ও উৎপাদনকারীদের মনোযোগ আকর্ষণ করতে এ মেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতার জগতে এবং মুক্তবাজার অর্থনীতিতে বাণিজ্যমেলার এ আয়োজন বাংলাদেশের জন্য অত্যাবশ্যক। এ বছর ঢাকার শেরেবাংলা নগরে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখার সৌভাগ্য আমার হয়েছিল। আমি সকাল দশটায় চাচার সাথে মেলায় গিয়েছিলাম। প্রথমে আমার চাচা দুটো টিকেট কিনলেন। মেলার পরিষ্কা-পরিচ্ছন্ন পরিবেশ ও কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়োগ করা হয়েছিল। বিভিন্ন দেশের পতাকা বহনকারী শতাধিক স্টল সারিবদ্ধভাবে বসেছিল। বিশ্বের প্রায় ২৫টি দেশ এ মেলায় অংশগ্রহণ করে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে আকর্ষণীয়ভাবে তারা তাদের পণ্য প্রদর্শন করেছিল।কারুশিল্প, হস্তশিল্প, কৃষিশিল্পসহ বিভিন্ন শিল্পের পন্যদ্রব্য বিভিন্ন স্টলে শোভা পাচ্ছিল। আমি চাচার সাথে মেলার সর্বত্র ঘুরে বেড়িয়েছিলাম। আমি আরবের কিছু সুগন্ধি , এক জোড়া ইতালীয় জুতো এবং জাপানের তৈরি কিছু খেলনা কিনেছিলাম। সন্ধ্যায় আনন্দপূর্ণ মন নিয়ে আমরা বাসায় ফিরলাম। সত্যিই , বাণিজ্যমেলা থেকে আমি কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করেছি, যা আমার মনে চির জাগরুক থাকবে। ইতি তোমার বন্ধু গাজী শরীফ

[এখানে খাম আঁকবে]
কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধুর নিকট পত্র
Previus
বইমেলার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম