বইমেলার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র


বইমেলার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র

প্রিয় সুরভী, প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। বইয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা বিচার করে পৃথিবীর সকল দেশেই বইমেলার আয়োজন করা হয়। আমাদের দেশেও প্রতি বছর ঢাকা বইমেলা ও একুশে বইমেলা নামে দুটি বিখ্যাত বইমেলা অুনষ্ঠিত হয়। এ বছর ঢাকা বইমেলা দেখার সৌভাগ্য হয়েছে আমার। সে মেলার একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি। বইমেলা হচ্ছে একটি আকর্ষনীয় মেলা, যেখানে বিভিন্ন ধরণের বই প্রদর্শিত ও বিক্রি হয়। বই মেলা আয়োজনের প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন শ্রেণীর লোকদের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা। বর্তমানে এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এ বছর ঢাকা বইমেলা পরিদর্শন করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি যখন মেলায় প্রবেশ করি, তখন সেখানে একটি ভিন্ন পরিবেশ লক্ষ করি। আমি দেখলাম মেলার বিভিন্ন বিষয়ের উপর বিপুলসংখ্যক বই পাওয়া যাচ্ছে। সর্বস্তরের পুরুষ, মহিলা ও শিশু মেলায জমায়েত হয়েছিল। দোকানগুলো বিভিন্ন প্রকাশকের দখলে ছিল। একটি বইয়ের দোকান থেকে আমি আমার প্রিয় কয়েকটি বই কিনরাম। সন্ধ্যায় মেলা পরিদর্শনের জন্য অনেক কবি, ঔপন্যাসিক ও লেখক এসেছিলেন। বই ছাড়াও মেলায় গান ও কবিতার ক্যালেন্ডার, পোস্টার, চিত্রকর্ম, ছবি, হালকা খাবার ও দৈনন্দিন প্রয়োজনের ছোটখাটো জিনিসপত্রও বিক্রি হচ্ছিল। মেলায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়। রবের্ণ সাহিত্যিক ও বুদ্ধিজীবীগণ বইমেলায় প্রকাশিত বিভিন্ন বইয়ের উপর আলোচনা করেন। তারপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় ১৯৫২ সালের ভাষা আন্দোলনভিত্তিক একটি মঞ্চ নাটক দেখে আমি খুবই অভিভুত হয়েছিলাম। এ বইমেলার স্মৃতি আমার মনে চির জাগরুক থাকবে। আমি ভালো আছি। তোমার আব্বা-আম্মাকে আমার সালাম দিও।

ইতি তোমার বন্ধু গাজী শরীফ [এখানে খাম আঁকবে]
বাণিজ্যমেলার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র
Previus
কম্পিউটার মেলার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম