কম্পিউটার মেলার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র


 কম্পিউটার মেলার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র

প্রীয় সুরভী, প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। কম্পিউটার আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার। কম্পিউটারের গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা বিচার করে পৃথিবীর সকল দেশেই কম্পিউটার মেলার আয়োজন করা হয়। আমাদের দেশেও প্রতি বছর কম্পিউটার মেলা হয়। এমনি একটি কম্পিউটার মেলা দেখার সৌভাগ্য হয়েছে আমার । সে মেলার একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি। কম্পিউটার মেলায় প্রবেশ করতেই চোখে পড়ে অপূর্ব সাজে সাজানো হরেক রকম স্টল। স্টলগুলো সফটওয়্যার , হার্ডওয়ার, প্রকাশনা, এডুকেশন এভাবে পৃথকভাবে সাজানো হয়েছে। এ মেলায় প্রদর্শিত অধিকাংশ সফটওয়্যারই বিদেশি । তবে বেশ কিছু দেশীয় সফটওয়্যারও নজরে পড়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে একটি প্রতিষ্ঠান তৈরি করেছে ‘বাংলাদেশ -৭১’ । বাচ্চাদের বুদ্ধিমত্তা বিকাশের জন্য বিভিন্ন প্রকার পাজল, ছড়া, প্রভৃতির সমন্বয়ে তৈরি করা হয়েছে ‘সোনামণি’। তা ছাড়া ইংরেজি ব্যাকরণের বিভিন্ন দিক শেখার জন্য রয়েছে ‘টেন্স টিউটর’। মেলায় মাইক্রোটেক করপোরেশন বাংরা ভাষার উপর এনেছে ‘ভাষা সৈনিক’। ইউনাইটেড কম্পিউটার্স লি. মেলায় এনেছে একাউন্টিং সফটওয়্যার, পে-রোল সিস্টেম ইত্যাদি। সত্যি বলতে, এ মেলা আমার জীবনে এনে দিয়েছে এক বিচিত্র অভিজ্ঞতা। আমি ভালো আছি। তোমার আব্বা আম্মকে আমার সালাম দিও।

ইতি তোমার বন্ধু গাজী শরীফ [এখানে খাম আঁকবে]
বইমেলার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র
Previus
বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম