বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র
বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র
প্রিয় সুরভী, প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ্ প্রতিবারের ন্যায় এবারও আমাদের দাসপাড়া হাইস্কুল প্রাঙ্গনে রামগঞ্জ উপজেলার সকল স্কুলের অংশগ্রহনে এক বিজ্ঞান মেলা অুনষ্ঠিত হয়। এই নির্দিষ্ট দিনটি ছিল আমাদের জন্য বড় আনন্দের ও গৌরবের । তোমাকে এ অনুষ্ঠানের একটি সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। মেলা উপলক্ষে বিদ্যালয়টি নানা ভাবে সজ্জিত করা হয়। প্রবেশদ্বারটিকেও সুন্দরভাবে সাজানো হয়। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠান চলছিল। নির্দিষ্ট দিনে বিভিন্ন স্কুলের প্রতিযোগীরা তাদের তৈরী প্রদর্শনী নিয়ে নিজ নিজ স্টলে বসে পড়ে। এই ক্ষুদে বিজ্ঞানীদের কর্মকান্ডে অবাক হতে হয় । প্রচেষ্টা আর সাধনা অব্যহত রাখলে এরাই হয়তো ভবিষ্যতে বড় বড় আষ্কিারের সাথে জাড়িত হবে। আমিও একটি নলের দুই মাথায় লেন্স লাগিয়ে একটি সুন্দর টেলিস্কোপ তৈরি করেছিলাম। বেরা ১১টা থেকেই স্টলগুলোতে দর্শকদের বেশ ভিড় জমে যায়। দর্শকরা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং বিজ্ঞানের কৃতিত্ব দেখে বেশ আনন্দ লাভ করেন। তারা অত্যন্ত উৎসাহের সাথে এই মেলা পরিদর্শণ করেন। তারা প্রশংসাসূচক অনেক মন্তব্যও করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাননীয় জেরা প্রশাসক । তিনি সব স্টল পরিদর্শন করেন এবং আমাদেরকে এ ব্যাপারে নানাভাবে উৎসাহ দেন। মেলা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার। সভায় বক্তারা বিজ্ঞান শিক্ষার নানা প্রয়োজনীয় দিক তুলে ধরেন। বক্তৃতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। আমার তৈরি প্রর্দশনীর জন্য আমি দ্বিতীয় পুরস্কার হিসেবে তিন হাজার টাকা পাই। যাক, আজ আর নয়। তোমার আব্বা ও আম্মকে আমার সালাম দিও।
ইতি তোমার বন্ধু গাজী শরীফ [এখানে খাম আঁকবে]Share This Post