একটি দুর্ঘটনার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র


একটি দুর্ঘটনার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র

প্রিয় সুরভী, আমার প্রীতি ও শুভেচ্ছা নিও। যথাসময়েই তোমার পত্র পেয়েছি। গতকাল আমাদের পাশের মহল্লায় একটা বড় রকমের অগ্নিকান্ড ঘটে। এ দুর্ঘটানার যে ভয়াবহ রূপ দেখেছি তা সত্যিই ভোলার নই। আমি নিজেও ঐ দুর্ঘটনার শিকার হয়েছিলামল। এ মর্মন্তুদ ঘটনা চিরদিন আমার স্মৃতির পাতায় অক্ষয হয়ে থাকবে। তোমাকে এর একটা সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। তখন রাত প্রায় একটা। হঠাৎ চিৎকার ও শোরগোল শুনে থেকে জেগে উঠলাম। ঘর থেকে বেরিয়ে দেখি ভীষণ অগ্নিকান্ড। সামনের মহল্লায় আগুন লেগেছে । দৌড়ে সেখানে উপস্থিত হলাম। তখন বহুলোক সেখানে উপস্থিত হয়েছে। একের পর এক ঘর পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিছুতেই আগুন নেভনো সম্ভব হচ্ছে না। সমানের একটি ঘর থেকে ভেসে আসছে একটি শিশুর চিৎকার । ঘরটির চারদিকে তখন আগুন ধরে গেছে কি›তু কেউ শিশুটিকে উদ্ধার করতে সাহস পাচ্ছে না। নিজেই সাহস সঞ্চয় করে বেড়া ভেঙে ঘরে ঢুকে পড়লাম; ততক্ষণে আগুণ তাকে ঘিরে ধরেছে। শিশুটিকে বুকের মধ্যে চেপে ধরে তড়িৎ বেগে ঘর থেকে বেরিয়ে এলাম। বাঁচিয়ে তুললাম একটা নিষ্পাপ ফুটফুটে শিশুকে। দুর্ভাগ্য , আগুনে আমার শরীরের কয়েক জায়গায় ফোস্কা পড়ে গিয়েছিল। কিন্তু তাতে দুঃখ নেই। ফুলের মতো নিষ্পাপ শিশুকে আসন্ন মৃত্যুর হাত থেকে বাঁচাতে পেরেছি- এটাই আমার পরম তৃপ্তি। সেই অগ্নিকান্ডে মহল্লার সব বাড়িঘর পুড়ে গেছে। নিঃস্ব হয়েছে শতেক গরিব পরিবার। এহেন ধ্বংসাত্মক স্মৃতিকে হৃদয় থেকে মুছে ফেলে আজও নিজ কাজে মনকে ব্যাপৃত করতে পারছি না। হয়তো তুমিও পারতে না। বিশেষ আর কি। তোমার আব্বা ও আম্মাকে আমার সালাম দিও।

ইতি তোমার বন্ধু গাজী শরীফ [এখানে খাম আঁকবে]
প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র
Previus
মাদকাসক্তির কুফল জানিয়ে ছোট ভাইকে উপদেশমূলক পত্র
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম