মাদকাসক্তির কুফল জানিয়ে ছোট ভাইকে উপদেশমূলক পত্র
মাদকাসক্তির কুফল জানিয়ে ছোট ভাইকে উপদেশমূলক পত্র
প্রিয় আবু কালাম, আশা করি ভালো আছ। আজ তোমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে লিখছি। বিষয়টি হলো মাদকাসক্তি। তুমি নিশ্চয়ই জান যে, মাদকাসক্তি একটি নীরব ঘাতক। আমাদের দেশের হাজার হাজার তরুণ এ নেশায় আসক্ত। দাবানলের মতো তা ছাড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন শহর, শহরতলি, গ্রাম-গ্রামান্তরে। আসক্তির ভয়াবহ বিস্তার ঘটেছে ছাত্র এবং শিক্ষিত বেকারদের মধ্যেও । সবচেয়ে আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে- মাদকাসক্তদের মরণঘাতী এইডসসহ বিভিন্ন জটিল রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি। অতএব সাবধান! তুমি জেনে আশ্চর্য হবে ও যে মাদকের কুফল সম্পর্কে অজ্ঞতা , প্রতিকূল পারিবারিক পরিবেশ , পারিবারিক পরিমন্ডলে মাদকের প্রভাব, কৈশোর ও যৌবনের বেপরেয়া মনোভাব , হতাশা ও মনস্তাত্ত্বিক বিশৃঙ্খলা , নৈতিক শিক্ষার অভাব ইত্যাদি কারণে মানুষ মাদকাসক্ত হয়ে পড়ে। তা ছাড়া কৌতুহল মিটাতে ও অসৎ সঙ্গে পড়ে যারা একাবার বা দুবার মাদক গ্রহণ করে , তারা আর মাদকাসক্তির অতল গহ্বর থেকে বেরিয়ে আসতে পারে না। নতুনত্বের প্রতি মানুষের চিরন্তর নেশা, নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের দুর্নিবার আকর্ষণ ও আপাত ভালো লাগার প্রেরণার বশবর্তী হয়েও অনেকে মাদক ব্যবসায়ীদের পাতা ফাঁদে নিরুপায় কীট-পতঙ্গের মতো ধরা দেয়। মোট কথা নৈরাজ্যের তীব্র যন্ত্রনায় দগ্ধীভূত হয়ে যুবসমাজ বেছে নেয় মাদকাসক্তির মাধ্যমে আত্মবিনষ্টির পথ। তাই এ পথে পা দেবে না কখনোই। মাদক সমস্যা শুধু মানুষের শারীরিক, মানসিক , অর্থনৈতিক ও সামাজিক সমস্যা নয়; এটি মানবসম্পদ উন্নয়নে এক বিরাট বাধা। মাদকাসক্তির ফলে ব্যক্তি তো বটেই, পুরো পরিবার, সমাজ এবং রাষ্ট্র নানাভাবে ক্ষতির সম্মুখীন হয়। মাদকাসক্তির সাথে কেবল অবৈধ মানক ব্যবসাই নয়, এর সঙ্গে সন্ত্রাস ও অন্যান্য অপরাধও অঙ্গাঙ্গীভাবে জড়িত। এ পেক্ষাপটে মাদকাসক্তির ভায়াবহ বিস্তার থেকে পরিত্রাণ পেতে এর ক্ষতিকর দিক সম্পর্কে ব্যাপক সচেতনতার প্রয়োজন। মাদকবিরোধী আন্দোলন ও সমাজিক প্রতিরোধ গড়ে তোলার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিতে হবে আমাদের তরুণ সমাজকেই। তুমি এ আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী হবে- এটাই আমার প্রত্যাশা।
ইতি তোমার বন্ধু গাজী শরীফ [এখানে খাম আঁকবে]Previus
Next
Share This Post